স্যালারি অ্যাকাউন্টে বেতন ছাড়া যখন অজান্তেই কোনও বোনাস ঢোকে, তখন আনন্দের শেষ থাকে না! আচ্ছা ভাবুন তো, কোনও এক দিন আপনার ফোনে মেসেজ ঢুকল যে আপনার স্যালারি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ, থুড়ি কোটি টাকা ঢুকেছে, তখন আপনার প্রতিক্রিয়া কী হবে? ভাবছেন, কেন মশকরা করছি? না! মশকরা নয়, এমনই ঘটেছে এক ব্যক্তির সঙ্গে।
গত মাসে চিলির এক বেসরকারি সংস্থায় কর্মরত এক ব্যক্তির স্যালারি অ্যাকাউন্টে ভুলবশত ব্যক্তির আসল বেতনের প্রায় ২৮৬ গুণ টাকা পাঠানো হয় সংস্থার পক্ষ থেকে। ঘটনাটি ঘটার পর সেই সংস্থার কাজ ছেড়ে দেন এবং উচ্চপদস্থ আধিকারীকদের আশ্বাস দেন যে, তিনি কোম্পানির সব বাড়তি টাকা ফিরিয়ে দেবেন। তার পর থেকেই আর কোনও খোঁজ মিলছে না তাঁর।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে। ওই কর্মচারীর আসল বেতন ছিল ভারতীয় টাকার মূল্যে ৪৩,০০০ আর গত মাসে তাঁর অ্যাকাউন্টে ১ কোটি ৪২ লক্ষ টাকা পাঠানো হয়।