লম্বা উইকএন্ডের থেকে সুখবর আর কী-ই বা হতে পারে! বিশেষ করে কেন্দ্রীয় সরকারি বা কিছু ক্ষেত্রে বেসরকারি কর্মীদের কাছে নতুন বছরে এ রকম ভাল খবর হাজির থাকছে একাধিক বার। ২০২৬-এর ক্যালেন্ডার জুড়ে ছোট বড় মেজো সেজো নানা মাপের সপ্তাহান্ত ছুটির ফাঁদ পেতে বসে আছে। এই সব তালিকাভুক্ত ছুটির সঙ্গে এক-দু’দিন ছুটি নিয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে! চোখ বুলিয়ে নেওয়া যাক সেই ‘ছুটির ক্যালেন্ডার’-এর দিকে।
নতুন বছর অনেক রকম অনিশ্চয়তা নিয়ে আসে। ৩৬৫টি দিন ভাল কাটবে না কি মন্দ— তার নিয়ন্ত্রণ কারও হাতে থাকে না। তবে বছরভর কতটা আনন্দ নিজের ভাগে সাজিয়ে রাখবেন, তার নিয়ন্ত্রণ আপনারই হাতে। অফিস, কাজ, ব্যস্ততার ফাঁকে কয়েকটি ছুটির দিনই খুলে দিতে পারে সেই আনন্দযাপনের জানলা।
কথায় আছে পরিকল্পনার কোনও বিকল্প হয় না। সারা বছরে কী কী ছুটি আপনার হাতে রয়েছে জানা থাকলে আগে থেকেই সাজিয়ে রাখতে পারেন পরিকল্পনা। সেই পরিকল্পনা একলা বেরিয়ে পড়ার হতে পারে। আবার পরিবার-পরিজন বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোরও হতে পারে। ২০২৬-এর যাত্রা শুরুর আগেই তাই রইল বছরের ন’টি দীর্ঘ ছুটির খোঁজ। যাতে নতুন বছরে পা দেওয়ার আগেই গুছিয়ে নেওয়া যায় সারা বছরের আনন্দ যাপনের মুহূর্তগুলি।
জানুয়ারি
অফিসে একটি ছুটি নিয়ে নিতে পারলে জানুয়ারিতেই হাতে পেতে পারেন চার দিনের ছুটি। শীতে দিব্যি শান্তিনিকেতন কিংবা পুরুলিয়ার মতো জায়গা থেকে ঘুরে আসা যেতে পারে। ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি। ২৪ এবং ২৫ জানুয়ারি হল শনি এবং রবিবার। ২৩ তারিখ শুক্রবার একটা ছুটি নিয়ে নিতে পারলেই প্ল্যান রেডি।
মার্চ
মার্চে দু’দিনের ছুটি নিতে পারলেই পাঁচ দিনের একটা ছুটির পরিকল্পনা সেরে ফেলতে পারেন। ৪ মার্চ বুধবার হোলির ছুটি। তার আগে ২ মার্চ আর ৩ মার্চ অর্থাৎ সোমবার আর মঙ্গলবার ছুটি নিয়ে নিলেই শনি থেকে বুধ একটা লম্বা অবকাশ পেয়ে যাবেন।
এপ্রিল
৩ তারিখ গুড ফ্রাইডে। তার পরের শনি এবং রবিবারের সপ্তাহান্ত থাকছে।
মে
১ মে শ্রমিক দিবস এ বার পড়েছে শুক্রবার। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে চাইলে ১ থেকে ৩ মে— তিন দিনের ছুটি পাওয়া যাবে মে মাসেও।
অগস্ট
১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ক্যালেন্ডারে শনিবার। শুক্রবার একটা ছুটি নিয়ে নিলেও অগস্টেও সপ্তাহান্তের তিন দিনের ছুটি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে পারেন।
অক্টোবর
২ অক্টোবর শুক্রবার গান্ধী জয়ন্তীর ছুটি। সঙ্গে ৩ অক্টোবর আর ৪ অক্টোবর মিলিয়ে নিলেই শুক্র থেকে রবি— একটা লম্বা ছুটি পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, ২০ অক্টোবর মঙ্গলবার রয়েছে দশমী বা দশেরার ছুটি। ১৯ অক্টোবর সোমবার একটা ছুটি নিতে পারলেই ১৭ অক্টোবর শনিবার থেকে ২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত চার দিনের আরও একটা লম্বা ছুটি পেতে পারেন।
নভেম্বর
এ বছর দীপাবলি পড়েছে ৮ নভেম্বর রবিবার। পরের দিন ৯ তারিখ একটা ছুটি নিয়ে নিলেই ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বরের একটা তিন দিনের ছুটি পেয়ে যাবেন।
ডিসেম্বর
২৫ ডিসেম্বর শুক্রবার পড়েছে বড়দিন। ২৪ তারিখ বৃহস্পতিবার একটা ছুটি নিলে সে দিন থেকে ২৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত চার দিনের ছুটি পেয়ে যাবেন। বছরশেষে চার দিনের ছুটিটা দার্জিলিং কিংবা কালিম্পঙে কাটাতেই পারেন।