সম্মতি ছাড়া যৌন সম্পর্ক রুখতে এ বার বিশেষ ধরনের কন্ডোম এল বাজারে। যার নাম দেওয়া হয়েছে ‘কনসেন্ট কন্ডোম’। এটা এমন এক কন্ডোম যা পুরুষ এবং মহিলা উভয়ের সম্মতি ছাড়া খোলাই যাবে না। কারণ বাক্স থেকে কন্ডোম বার করার জন্য চার হাতের প্রয়োজন।
টিউলিপান আর্জেন্তিনা নামে আর্জেন্তিনার একটি সংস্থা এই কন্ডোম বাজারে এনেছে। কেন এই বিশেষত্ব?
সংস্থার এক কর্তা বলেন, ‘‘যৌন সম্পর্কে দু’জনের সম্মতির খুবই প্রয়োজন। না হলে সেই সম্পর্ক নিরাপদ এবং সুখের হয় না। এই ক্ষেত্রে দু’জনের মধ্যে কোনও একজনের যদি সম্মতি না থাকে তাহলে বাক্সটাই খুলবে না।’’
¿Por qué esta cajita solo se puede abrir de a dos? Porque así funciona el consentimiento en las relaciones. Todo tiene que ser de a dos. 🤚🤚#PlacerConsentido pic.twitter.com/QEUE5aNAWE
— Tulipán Argentina (@TulipanARG) March 27, 2019
কী ভাবে কাজ করে?
আসলে এ ক্ষেত্রে কন্ডোম একটি বাক্সের মধ্যে থাকে। বাক্সটা এমন ভাবে তৈরি যে তা খুলতে গেলে বাক্সের চারদিকে সমান চাপ দেওয়ার প্রয়োজন। যা একজনের পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন: পরমাণু ঘড়ির ‘দম ফুরোবে’ আজ মাঝরাতে, ইন্টারনেট-জিপিএস বন্ধের শঙ্কা
এখনও অবশ্য সংস্থাটি আর্জেন্তিনায় বিনামূল্যে বিতরণ করছে প্রচারের জন্য। খুব তাড়াতাড়ি তা বিক্রি করা হবে। কত দাম হবে এই কন্ডোমের জানিয়ে দেবে সংস্থা।