Advertisement
২৬ এপ্রিল ২০২৪
coronavirus

বাড়ি, অফিসের এসি চালানোর সময় এগুলি খেয়াল রাখুন, নির্দেশিকা কেন্দ্রের

এসি-র তাপমাত্রা রাখতে হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ঘরে ও অফিসে এসি চালাতে তাপমাত্রার উপর নজর রাখতে হবে। ছবি- শাটারস্টকের সৌজন্যে।

ঘরে ও অফিসে এসি চালাতে তাপমাত্রার উপর নজর রাখতে হবে। ছবি- শাটারস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৩:১৬
Share: Save:

লকডাউনের সময় আমরা এখন কার্যত গৃহবন্দি হয়েই আছি। দু’-এক দিনের কালবৈশাখীর পরেও তাপমাত্রা কমা তো দূরের কথা, বেলা গড়ালেই তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে যে জানলা, দরজা খুলে রাখা যাচ্ছে না। গরম হাওয়া ঢুকে পড়ছে ঘরে। তার ফলে, বেলা বাড়লেই প্রায় বিকেল পর্যন্ত ঘরে একটানা চালিয়ে রাখতেই হচ্ছে এয়ার কন্ডিশনার (এসি)।

ফলে, এসি থেকে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, হাঁচি, কাশির আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে এসি-র তাপমাত্রা বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কতটা রাখা উচিত, তা নিয়ে একটি নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে, ঘরে এসি চালানোর সময় খেয়াল রাখতে হবে, তাপমাত্রা যেন থাকে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার চেয়ে কম বা বেশি তাপমাত্রা মোটেই কাম্য নয়। এও বলা হয়েছে, এসি চালানোর সময় দেখতে হবে আপেক্ষিক আর্দ্রতা যেন থাকে ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে।

‘ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনার ইঞ্জিনিয়ার্সের বানানো নির্দেশিকাটি শুক্রবার কেন্দ্রীয় পূর্ত দফতরের (সিপিডব্লিউডি) তরফে প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নির্দেশিকা বানানোর আগে কোভিড-১৯ টাস্ক ফোর্স ভারতের জলবায়ু সংক্রান্ত তথ্যাদি পরীক্ষা ও বিশ্লেষণ করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিজ্ঞানী, অধ্যাপক, এসি নির্মাতা সংস্থা এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এসি-র ঠান্ডা বাতাস চলাচলের সঙ্গে জানলা একটু খুলে রেখে বা এগজস্ট চালু রেখে বাইরের হাওয়া ঢোকার পথও খুলে রাখতে হবে।

আরও পড়ুন: রিপোর্টের ক্ষেত্রে আশা করি কেন্দ্রীয় দল নিরপেক্ষ হবে: মুখ্যসচিব

আরও পড়ুন: কিট দেওয়ার নাম নেই, বদনামের চক্রান্ত: মমতা

আর শুকনো খটখটে আবহাওয়ায় আপেক্ষিক আর্দ্রতাকে কিছুতেই ৪০ শতাংশের নীচে নামতে দেওয়া যাবে না। আর্দ্রতা তার নীচে নেমে গেলে ধরে জল-ভর্তি একটা পাত্র রাখতে হবে। যাতে জল বাষ্পীভূত হয়ে আর্দ্রতার পরিমাণ বাড়াতে পারে। এ ছাড়াও, ঘরে পাখা চালানোর সময় জানলা একটু খুলে রাখতে বলা হয়েছে।

আর অফিসে এসি চালানোর জন্য নির্দেশিকায় যতটা সম্ভব বাইরের হাওয়া ঢোকার রাস্তা খুলে রাখতে বলা হয়েছে। লকডাউনে বেশির ভাগ অফিসই বন্ধ রয়েছে বলে এই সময়েই এসি-র রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ সেরে রাখতে বলা হয়েছে।

গ্রাফিক: তিয়াসা দাস।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE