Advertisement
২৫ এপ্রিল ২০২৪
coronavirus

৪৪তম দিন: আজকের যোগাভ্যাস

চলছে লকডাউন। প্রয়োজন ছাড়া বাইরে বেরনো বন্ধ। অনেকেরই শিকেয় উঠেছে রুটিন শরীরচর্চা। কিন্তু এর ফলে ক্ষতি হচ্ছে নিজেরই। তাই বাড়িতেই অভ্যাস করুন প্রয়োজনীয় কসরত। জিম বন্ধের ক্ষতি পুষিয়ে যাবে। আমরা প্রতি দিন হদিশ দিচ্ছি একটি করে ব্যায়ামের। আজ ৪৪তম দিন।

নৌকাসন। গ্রাফিক: শৌভিক দেবনাথ

নৌকাসন। গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০২০ ১১:৫১
Share: Save:

নৌকাসন

নৌকার আকৃতি ভঙ্গিমায় এই আসনটি করা হয়। স্থির অবস্থানের এই আসন যথেষ্ট চ্যালেঞ্জিং। এই আসনটি এমনই একটি দৃঢ় ও আঁটসাঁট ভঙ্গী, যার সাহায্যে বাহ্যিক সব কিছুকে নিজের দিকে কেন্দ্রীভূত করা যায়।

কী ভাবে করব

· ম্যাটের ওপর টানটান হয়ে শুয়ে পড়ুন। পা সোজা থাকবে আর হাত পাশে। করতল থাকুক মাটির দিকে। এই অবস্থানে আরাম করে গভীর শ্বাস প্রশ্বাস নিন। এটিই শুরুর অবস্থান।

· এ বার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা, ঘাড়, কাঁধ-সহ শরীরের ওপরের অংশ এবং দুই পা একসঙ্গে ওপরে তুলুন। ৬–৮ ইঞ্চির বেশি ওপরে না ওঠে খেয়াল রাখবেন। এই অবস্থায় মেরুদণ্ড ও পা সোজা থাকবে।

· এ বারে দুই হাত কাঁধের সোজাসুজি সামনের দিকে ছড়িয়ে দিন। হাতের আঙুল থাকবে পায়ের দিকে। পায়ের বুড়ো আঙুলের দিকে তাকান।

· নিতম্বের ওপর ভর দিয়ে শরীরের ভারসাম্য বজায় রাখুন। এই অবস্থায় দেখতে লাগবে ঠিক নৌকার মতো।

· কয়েক সেকেন্ড এই অবস্থানে থাকুন। এটিই নৌকাসনের অন্তিম ভঙ্গী। খেয়াল করলে বুঝবেন, এই অবস্থানে পেটে টান পড়ছে।

· এ বারে শ্বাস ছাড়তে ছাড়তে শুরুর ভঙ্গিতে ফিরে আসুন। তিন রাউন্ড অভ্যাস করতে হবে।

· এক একটি রাউন্ডের মাঝখানে কিছু ক্ষণ শুয়ে বিশ্রাম নেবেন।

· নৌকাসন অভ্যাসের পর আদভাসন বা স্ফিংস আসন অর্থাৎ পেটে ভর দেওয়া যে কোনও আসন অভ্যাস করলে আরাম পাবেন।

আরও পড়ুন: ৪৩তম দিন: আজকের যোগাভ্যাস

মনে রাখবেন

হার্টের অসুখ বা মেরুদণ্ডের সমস্যা থাকলে নৌকাসন অভ্যাস করবেন না। যাঁদের রক্তচাপ কম, প্রায়ই মাথার যন্ত্রণায় কষ্ট পান, ঘাড়ের সমস্যা আছে, তাঁদেরও এই আসন করা মানা।

কেন করব

নৌকাসনের একাধিক লক্ষণীয় উপকারিতা আছে। এই আসন অভ্যাস করলে একই সঙ্গে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ উজ্জীবিত হয়ে ওঠে। পেট, কাঁধ, হাত, নিতম্বের পেশির রক্ত সঞ্চালন বাড়ানোর সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা বাড়ে। স্নায়ুতন্ত্র এবং হরমোন গ্রন্থিকে উজ্জীবিত করে। আরামদায়ক ভাবে জড়তা কাটিয়ে সামগ্রিক ভাবে কাজে উৎসাহ সৃষ্টি করতে সাহায্য করে। ঘুম থেকে উঠেই নৌকাসন অভ্যাস করলে আলস্য কেটে গিয়ে তরতাজা ভাব ফিরে আসে। নিজেকে ফিট রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়ম করে আসন করতে ভুলবেন না।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

C CoronaVirus Lock Noukasana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE