Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ জানুয়ারি ২০২২ ই-পেপার

পুরনো প্রেমিক ফিরে এসেছেন জীবনে? কয়েকটি কথা মনে রাখুন

আগের রাগ-অভিমান ভুলে এগোতে হবে। না হলে পুরনো ফাঁদে আবার পড়তে পারে সম্পর্ক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১০ জুন ২০২১ ২২:৪৫
খেয়াল রাখা ভাল, সকলেই সময়ের সঙ্গে বদলান।

খেয়াল রাখা ভাল, সকলেই সময়ের সঙ্গে বদলান।
ফাইল চিত্র

পুরনো প্রেমিকের সঙ্গে আবার জড়িয়ে পড়ছেন? মনে হচ্ছে নতুন ভাবে একসঙ্গে থাকা সম্ভব? তার আগে কিছু কথা ভেবে নেওয়া জরুরি। যাতে আবার সঙ্কটের মুখে না পড়ে যায় সম্পর্ক।

প্রথমত, খেয়াল রাখতে হবে এ সম্পর্ক পুরনো নয়। অতীতের প্রেম ভেঙে গিয়েছিল। এবার যা ঘটবে দু’জনের মধ্যে, তা নতুন। আগের রাগ-অভিমান ভুলে এগোতে হবে। না হলে পুরনো ফাঁদে আবার পড়তে পারে সম্পর্ক। খেয়াল রাখা ভাল, সকলেই সময়ের সঙ্গে বদলান। তাই পুরনো প্রেমিকের সঙ্গে আবার প্রেমও নতুন অভিজ্ঞাই আনবে।

এ সবের মানে এমন নয় যে নিজেকে প্রকাশ করবেন না। ভয়-সংশয় থাকবেই। তা প্রেমিকের সামনে প্রকাশ করলে দু’জনের একে অপরকে বুঝে নিতে সুবিধা হবে।

Advertisement

পুরনো অভিজ্ঞার ভিত্তিতে নতুন সম্পর্কে কোনও নিয়ম আনলে চলবে না। সব প্রেমেই কিছু অভ্যাস তৈরি হয়। তা নতুন করে হোক এবারও।

আরও পড়ুন

Advertisement