Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Delhi High Court

‘অসুস্থ’ সন্তান চাই না! ৩৩ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল্লি হাই কোর্টের

২৬ বছর বয়সি অন্তঃসত্ত্বা এক মহিলা আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন। কেন এই দাবি?

২৬ বছর বয়সি অন্তঃসত্ত্বা এক মহিলা আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন।

২৬ বছর বয়সি অন্তঃসত্ত্বা এক মহিলা আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৯:৩১
Share: Save:

দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহ এক মহিলাকে গর্ভাবস্থার ৩৩ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দিয়েছেন। আদেশ দেওয়ার সময় বিচারপতি বলেন, “সমস্ত বিষয়টি বিবেচনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এ ক্ষেত্রে মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। এর উপর গুরুত্ব দিয়েই আলাদত গর্ভপাতের অনুমতি দিচ্ছে। আবেদনকারী এলএনজেপি হাসপাতাল বা তাঁর পছন্দের যে কোনও হাসপাতালে অবিলম্বে গর্ভপাত করাতে পারেন।’’

২৬ বছর বয়সি অন্তঃসত্ত্বা এক মহিলা আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন। পরীক্ষার পর জানা গিয়েছিল যে তাঁর ভ্রূণের মস্তিষ্কের কার্যকলাপ স্বাভাবিক নয়, আর সেই কারণেই গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন সেই মহিলা। সেই মামলার রায় দিতে বিচারপতি বলেন, ‘‘নব প্রযুক্তির সাহায্য নিয়ে ইদানীং ভ্রুণের মস্তিষ্কের কার্যকলাপও জানা সম্ভব হচ্ছে। এই বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগের। আমরা কি এমন সমাজের পরিকল্পনা করছি, যেখানে কেবল সুস্থ শিশুরাই থাকবে?’’

আবেদনকারী মহিলা, তাঁর স্বামী ও চিকিৎসকদের সমস্ত বক্তব্য শুনেই আদালত এই রায় দিয়েছে।

সেপ্টেম্বর মাসে দেশের শীর্ষ আদালত বলেছে, দেশের সব নারীই নিরাপদে গর্ভপাত করাতে পারবেন। গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের মধ্যে ফারাক করা ‘অসাংবিধানিক’ বলেও উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। ভারতে এখন ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অবিবাহিত মহিলারাও গর্ভপাত করাতে পারেন। এর পরে গর্ভপাত করাতে চাইলে তা আদালতের অনুমতি সাপেক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi High Court Supreme Court Abortion Pregnancy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE