ভারতীয় ডিজাইনার সত্য পল মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার রাতে কোয়ম্বত্তূরে প্রয়াত হন তিনি। গত ২ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল হাসপাতালে। ধীরে ধীরে শারীরিক উন্নতিও হচ্ছিল। সত্য পল তাই চেয়েছিলেন বাড়ি ফিরতে। তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিয়েই তাঁকে ফিরিয়ে আনা হয় ইশা যোগ কেন্দ্রে। এখানেই গত পাঁচ বছর ধরে থাকছিলেন সত্য পল। বুধবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।
ভারতের প্রখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সত্য পল। আটপৌরে শাড়িকে সমসাময়িক হাইএন্ড ফ্যাশন অবতারের অঙ্গ বানিয়েছিলেন তিনিই। ভারতীয় ফ্যাশন দুনিয়ার ধ্যানধারণা বদলে দেন বিশিষ্ট এই ডিজাইনার। ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড সত্য পল। যা এখনও গোটা ভারতে স্বতন্ত্র তাদের মৌলিক কাজ ও প্রিন্টের জন্য।