পুজোর বাকি কয়েক মাস। ত্বকের যত্ন এখন থেকে নেবেন না তো আর কবে শুরু করবেন এ সব? এ দিকে অফিসকাছারি হোক বা কেনাকাটা— বাইরে তো বেরতেই হয়। সব কাজ সন্ধের জন্য ফেলে রাখাও যায় না। সুতরাং রোজই পুড়ছে ত্বক।
সানস্ক্রিন দিয়ে ত্বকের পুড়ে যাওয়া ভাব না হয় কমাবেন, কিন্তু সানস্ক্রিনের কেমিক্যালসে আপাত ভাবে উপর উপর সমস্যা কমলেও ত্বকের অভ্যন্তরীন ক্ষতি রোধ হয় না।
এ দিকে পুজোর মুখে ত্বক পুড়ে কালচে দাগ এলে তা মোটেই ভাল লাগবে না। পুজোর মেক আপেরও দফারফা করে দেবে এটি। তাই দেখে নিন রোদে পোড়া ত্বককে কী ভাবে করে তুলবেন ভিতর থেকেই জেল্লাদার। ঘরোয়া কিছু সহজ উপায় রইল আপনার জন্য।