রাস্তায় তো বটেই, বাড়িতেও দীর্ঘ ক্ষণ হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করেন অনেকেই। কিন্তু তাঁদের বেশির ভাগই জানেন না, এই হেডফোন বা ইয়ারফোন জীবাণুর আঁতুড় ঘর।
আমেরিকার হুইটার হাসপাতালের একদল চিকিৎসক হালে একটি পরীক্ষা করেছিলেন এই ইয়ারফোন এবং হেডফোন নিয়ে। দেখা গিয়েছে, বাথরুম বা রান্নাঘরের বেসিনের তুলনায় প্রায় ৬ গুণ বেশি জীবাণু থাকে ইয়ারফোন এবং হেডফোনে। আর সবজি কাটার জন্য যে বোর্ড ব্যবহার করা হয়, তার চেয়ে প্রায় ২৭০৮ গুণ বেশি জীবাণু থাকে এগুলিতে।
কিন্তু কেন এই বিপুল পরিমাণে জীবাণু জমা হয়ে এতে? ফোন কোম্পানি অ্যাপেল ইয়ারফোনও তৈরি করে নিজেদের যন্ত্রের সঙ্গে ব্যবহারের জন্য। তাদের এক সমীক্ষায় তারা দেখিয়েছে, তেল, সাবান, শ্যাম্পু, সুগন্ধী থেকে শুরু করে খাবারের গুঁড়ো পর্যন্ত থাকে এই যন্ত্রে। সময়ের সঙ্গে সঙ্গে তাতে পচন ধরে, এবং এগুলি জীবাণুর বাসায় পরিণত হয়।