আরশোলা রোগজীবাণু ছড়ায়। আরশোলা থেকে মুক্তি পাওয়া জরুরি। তা করতে গিয়েই বাজার চলতি নানা রাসায়নিক ব্যবহার করেন অনেকেই। যা কিন্তু আরশোলার থেকেও অনেক বেশি ক্ষতিকারক হতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতে আরশোলা তাড়ান। কী ভাবে?
নিমতেল: বাড়ি থেকে আরশোলা দূর করতে ব্যবহার করতে পারেন নিমতেল। একটি স্প্রে বোতলে জল ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিন। এ বার ঘরের কোনায়, বেসিনে, সিঙ্কে, রান্নাঘরের তাকে রাতে স্প্রে করে রেখে দিন। সকালে উঠে দেখবেন, আরশোলাগুলি মরে পড়ে রয়েছে ঘরের আনাচকানাচে।
লেবু ও মিন্ট অয়েল: একটি বোতলে জলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্প্রে করতে পারেন ঘরের আনাচকানাচে। জলের সঙ্গে মিন্ট অয়েল মিশিয়ে নিলেও কাজ হবে। এই গন্ধ আরশোলা পছন্দ করে না।
বিশেষ তরল: আরশোলা তাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক আরশোলানাশক তরল। একটি পাত্রে বেশ খানিকটা জল গরম করে তাতে এক মুঠো লবঙ্গ দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। এ বার সেই মিশ্রণে বেকিং সোডা মিশিয়ে দিন ভাল করে। বুদবুদ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে দিয়ে তার মধ্যে ফেলে দিন তেজপাতার কুচি।