Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Viagra

Sexual Health: কোনও বিশেষ দিনে ওয়াইনের সঙ্গে ভায়াগ্রাও খাচ্ছেন? বিপদে পড়তে পারেন

অনেকেই ভায়াগ্রা জাতীয় ওষুধ খাওয়ার আগে বা পরে মদ্যপান করেন। এর ফল মারাত্মক হতে পারে।

ভায়াগ্রার সঙ্গে মদ? কোন বিপদ ডেকে আনছেন?

ভায়াগ্রার সঙ্গে মদ? কোন বিপদ ডেকে আনছেন? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:০৮
Share: Save:

যৌনসম্পর্কের প্রতি আকর্ষণ কমছে বহু মানুষের। চিকিৎসকরা বলছেন, এর কারণ মানসিক চাপ, জীবনযাপনে নানা সমস্যা এবং বহু ধরনের ওষুধের ব্যবহার। আর এর ফলেই বাড়ছে যৌন বলবর্ধক ওষুধের ব্যবহার। কিন্তু এই ধরনের ওষুধ ব্যবহার ডেকে আনতে পারে নানা ধরনের বিপদও। অনেকেই ভায়াগ্রা জাতীয় ওষুধ খাওয়ার আগে বা পরে মদ্যপান করেন। এর ফল মারাত্মক হতে পারে।

হালে ‘আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন’-এর একটি গবেষণাপত্রে এই বিষয়ে বিশদে আলোচনা করা হয়েছে। মূলত দু’টি বিষয় সেখানে উঠে এসেছে।

প্রথমটি, যকৃতের উপর প্রভাব। ভায়াগ্রা বা একই ধরনের ওষুধগুলি সাধারণত যকৃত থেকে নিঃসৃত উৎসেচকে হজম হয়। এই ধরনের ওষুধ খাওয়ার সময়ে মদ্যপান করলে যকৃতের ক্ষমতা কমে। ফলে ওষুধ ঠিক করে কাজ করে না। পরিসংখ্যান বলছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া মূলত পরীক্ষামূলক ভাবে বা তাৎক্ষণিক যৌন আনন্দের জন্য যাঁরা এই জাতীয় ওষুধ খান, তাঁদের মধ্যে অনেকেই সঙ্গমের আগে ওয়াইন জাতীয় পানীয় পান করেন। বিশেষ করে এই পানীয়টিই যকৃতের ক্ষমতা কিছুটা কমিয়ে দেয়। ফলে ভায়াগ্রা জাতীয় ওষুধ ভাল করে কাজ করে না।

দ্বিতীয় সমস্যাটি আরও একটু জটিল। এ ক্ষেত্রে সরাসরি প্রভাব পড়ে হৃদ্‌যন্ত্রে। ভায়াগ্রা জাতীয় ওষুধের প্রভাবে রক্তচাপ কিছুটা কমে যায়। মদ্যপানের ফলেও একই জিনিস হয়। এই দু’টি একসঙ্গে খেলে কারও কারও ক্ষেত্রে রক্তচাপ তীব্র ভাবে কমে যেতে পারে। তাতে মাথা ঘোরা থেকে শুরু করে হৃদ্‌যন্ত্রের গোলযোগের মতো সমস্যাও হতে পারে। খুব বিরল হলেও কারও কারও ক্ষেত্রে এর প্রভাবে হৃদ্‌যন্ত্র কাজ থামিয়ে দিয়েছে, এমন উদাহরণও রয়েছে।

উপরোক্ত গবেষণাপত্রে সেই কারণেই ভায়াগ্রা জাতীয় ওষুধ খাওয়ার সময়ে মদ্যপান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটাও বলা হয়েছে, ভায়াগ্রার সঙ্গে এক গ্লাস পর্যন্ত ওয়াইন বা অ্যালকোহল জাতীয় পানীয় খেলে বিশেষ ক্ষতি নেই। পানীয়ের পরিমাণ তার চেয়ে বাড়লে বিপদ হতে পারে। আর যাঁরা নিয়মিত মদ্যপান করেন, ভায়াগ্রা জাতীয় ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE