Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Egg Price

বাড়ল পোলট্রির ডিমের দাম, বড়দিনের আগে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

শীতকাল আসতে না আসতেই দাম বাড়ল ডিমের। মধ্যবিত্তের ‘ডিম্ভাত’ও তবে এখন আকাশছোঁয়া?

বাড়ল ডিমের দাম।

বাড়ল ডিমের দাম। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩
Share: Save:

চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে জোগান দিতে না পারলেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। সেই রীতি মেনে এ বার শীত আসার মুখে ক্রেতাদের চাহিদা বুঝে বাড়ল পোলট্রির ডিমের দাম। কিছু দিন আগেও খুচরো বাজারে ডিমের দাম ছিল ১০ থেকে ১১ টাকা জোড়া। সেই ডিমই এখন বাজারে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকা জোড়ায়। জায়গা বিশেষে সুযোগ বুঝে ১৪ টাকা জোড়া দামেও ডিম বিক্রি করছেন কেউ কেউ।

কেন বাড়ল ডিমের দাম?

রাজ্য বাজার কমিটির টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, “শীতকালে মানুষ বেশি ডিম খান। কেকের জন্যও অনেকটা পরিমাণ ডিম লাগে। রাজ্যে যে পরিমাণ ডিম উৎপাদন হয়, তাতে কুলিয়ে ওঠে যায় না। তাই এই সময়ে দক্ষিণ ভারত থেকে প্রতি দিন দেড় কোটি ডিম আমদানিও করা হচ্ছে।”

বাইরে থেকে আমদানি করার জন্য ডিমের দাম সামান্য বাড়লেও অদূর ভবিষ্যতে দামে নতুন করে আর কোনও পরিবর্তন আসবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। তবে, বাইরে থেকে যাতে ডিম আমদানি করতে না হয়, তাই উৎপাদন বাড়ানোর দিকে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Egg Price Kolkata Price Hike West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE