পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সুচনা। বাতাসে আগমনীর গন্ধ। হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই মা আসছেন। চারিদিকে সাজো সাজো রব। মহোৎসব বলে কথা, আর বাঙালি নিজের সবটা দিয়ে সেজে উঠবে না, তাই কখনও হয়।
যতই ফ্যাশনে জিন্স-টি শার্ট বা ফরম্যাল আসুক না কেন, পুজোয় আজও বাঙালির ভরসা সেই ট্র্যাডিশনাল এথনিকই। অষ্টমীর ধুনুচি নাচ হোক কিংবা নবমীর ম্যাডক্সে আড্ডা, কুর্তা, পঞ্জাবি বা এথনিক জ্যাকেটেই বাঙালির পুজো যেন অন্য রূপ পায়। ট্র্যাডিশনালের প্রতি বাঙালির সেই ভালবাসাকে আরও একটু বাড়িয়ে দিতে মান্যবরের নতুন মডার্ন ট্র্যাডিশনাল কালেকশন নিয়ে হাজির হয়েছেন বাংলার একগুচ্ছ তারকা। যাঁদের মান্যবর লুকসে এই বছর আপনার পুজো আরও সুন্দর হয়ে উঠবে।
চলুন দেখে নি এই বছর আমার-আপনার পছন্দের তারকারা মান্যবরের কোন লুকস বেছে নিয়েছেন।