Advertisement
E-Paper

ভাল ঘুম, সেক্স, মুড চান? উপোস করুন

ভারতীয় সংস্কৃতিতে উপবাস করার রেওয়াজ খুবই প্রাচীন। মুনি, ঋষিরা উপোস, ফলাহারে দিন যাপন করতেন। এখনও দেশে প্রচলিত রয়েছে সেই রেওয়াজ। যে কোনও উত্সব, অনুষ্ঠান, পুজো, পার্বণে উপোস করার নিয়ম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ১৫:৪৯

ভারতীয় সংস্কৃতিতে উপবাস করার রেওয়াজ খুবই প্রাচীন। মুনি, ঋষিরা উপোস, ফলাহারে দিন যাপন করতেন। এখনও দেশে প্রচলিত রয়েছে সেই রেওয়াজ। যে কোনও উত্সব, অনুষ্ঠান, পুজো, পার্বণে উপোস করার নিয়ম। রমজানের সময় গোটা মাস ধরে উপোস করার প্রথা। কিন্তু কেন উপবাস এত জনপ্রিয় বলুন তো? এত দিন পর্যন্ত স্বাস্থ্য ভাল রাখা ও ওজন ধরে রাখাই উপবাসের সুফল বলে জানলেও নতুন এক গবেষণা জানাচ্ছে উপবাসের রয়েছে আরও অনেক গুণ।

লুসিয়ানার পেনিংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের গবেষকরা ২১৮ জন সুস্থ অংশগ্রহণকারীর ওপর দীর্ঘকালীন উপবাসের প্রভাব পরীক্ষা করে দেখেন। গবেষকরা তাঁদের দুটো বিকল্প দেন। হয় দু’বছরের জন্য তাদের প্রতি দিনের ডায়েট থেকে ২৫ ক্যালরি কমিয়ে ফেলতে বলা হয়, অর্থাত্ দিনের কোনও একটা মিল বাদ দিয়ে উপোস করে থাকতে হবে। অথবা চাইলে তারা নিজেদের ডায়েটই মেনে চলতে পারেন। দেখা যায় যারা নিয়মিত উপবাস করেছেন দু’বছর পর তাদের ওজন ১০ শতাংশ কমেছে। সেই সঙ্গেই তাদের মুড উন্নত হয়েছে, যৌনস্বাস্থ্য ভাল হয়েছে এবং ঘুমের মানও ভাল হয়েছে।

এই গবেষণার মুখ্য গবেষক করবি মার্টিন বলেন, ‘‘যখনই ওদের ওজন কমতে শুরু করে তখনই খিদেও কমে যেতে থাকে। ওজন কমার উপকারিতাও তারা অনুভব করতে শুরু করেন। চলাফেরা, শরীরচর্চায় যেমন আগের থেকে বেশি উত্সাহ পেতে থাকেন, তেমনই শরীরের ব্যথা, যন্ত্রণাও কমতে থাকে, ভাল হতে থাকে মুড। তবে এই ধরনের ডায়েট বেশি দিন মেনে চলা বেশ কষ্টকর।

জেএএমএ ইন্টারনাল মেডিসিনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: কোন ডিমটা সুস্থ মুরগির বলুন তো?

Fasting Mood Sleep
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy