কখনও বা পোশাকের সঙ্গে মানানসই করে, কখনও বা ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ঠোঁট রাঙানো সাজেগোজের রোজের অঙ্গ। তবে খুব ওল্ড স্কুল ফ্যাশনে বিশ্বাসী না হলে ঠোঁটের সাজে আনতে পারেন আমূল বদল। কোনও রঙের ছোঁয়া ছাড়াও ঠোঁট নিয়ে কেতা সম্ভব।
লিপস্টিক থাকলে ঠোঁটের সাজ নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না। কিন্তু যখন লিপস্টিক থাকবে না, তখন? বাড়িতে বা বাইরে বেরলেও সব সময়ই যে লিপস্টিক পরতেই হবে এমন তো নয়! বরং ন্যুড ঠোঁটেও কাঁপন ধরাতে পারেন প্রিয় হৃদয়ে।
কিন্তু যদি ঠোঁটের রং কালো বা ফ্যাকাসে হলে তা আদৌ ন্যুড ঠোঁটের স্টাইল আপনাকে মানাবে না। তবে ঘরোয়া কিছু উপায় আছে, যা মেনে চললে ঠোঁট হবে নরম, সুন্দর। জেনে নিন সেই উপায়।