খাতায় কলমে বসন্ত এসে গেলেও গরমের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্যাচপ্যাচে দুপুর। আচমকাই পাশ থেকে কেউ হেঁটে যাওয়ায় যদি সুগন্ধ নাকে এসে ঠেকে, সেই আগন্তুকও যেন মনে থেকে যায়। আবার বাদুড় ঝোলা বাসে কেউ হাত উঁচু করে ও প্রাণ ওষ্ঠাগত করে তুলতে পারে। তাই গরমে সাজগোজ যেমনই হোক, পারফিউমের মহিমা কী, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।
কিন্তু পারফিউম বা সুগন্ধী ব্যবহার করে ও গায়ের দুর্গন্ধ থেকে রেহাই পান না অনেকেই। কারণ, পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী হয় না। তাই জেনে নিন কী ভাবে সহজ উপায় পারফিউমের গন্ধ শরীরে ধরে রাখতে পারবেন।
পারফিউম লাগানোর কিছু পদ্ধতি রয়েছে। শুধু বগলে বা গায়ে লাগালেই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায় না। হাতের কবজি, ঘাড়ে, কনুইয়ের ভিতর দিকে, হাঁটুর পিছন দিকে আর গোড়ালিতেও পারফিউম লাগান। দেখে নিন পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করার উপায়।