Advertisement
২৬ এপ্রিল ২০২৪
METRO

মেট্রোয় থাকাকালীন হঠাৎ বিপদ? কী করবেন দেখে নিন

গত বৃহস্পতিবার সন্ধেয় মেট্রোয় আগুন আতঙ্কের সাক্ষী থেকেছে শহরবাসী। মেট্রোয় হঠাৎ বিপদ হানা দিলে কী করলে বিপন্মুক্ত হবেন, জেনে নিন।

ভয় বা উদ্বেগ নয়, মেট্রোয় বিপদ হানা দিলে মাথায় রাখুন বিশেষ কিছু বিষয়। ছবি: এএফপি।

ভয় বা উদ্বেগ নয়, মেট্রোয় বিপদ হানা দিলে মাথায় রাখুন বিশেষ কিছু বিষয়। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৩:২৫
Share: Save:

গত বৃহস্পতিবার সন্ধেয় মেট্রোয় আগুন আতঙ্কের সাক্ষী থেকেছে শহরবাসী। যাতায়াতের পথে মেট্রো ব্যবহার করেন, এমন মানুষের সংখ্যা প্রচুর। আসা-যাওয়ার পথে নানা সমস্যা বা দুর্ঘটনার মুখোমুখি হতেই পারেন।

সমস্যা এলে সাধারণত অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। মেট্রো কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দল খবর পাওয়ার আগেও কিছু করণীয় থেকেই যায়। সে সবে দেরি হলে বরং বিপদের মাত্রা বাড়ে।

মনে রাখবেন, ভয় পেলে বা উদ্বেগের শিকার হলে সমস্যা কিন্তু কমে না। বরং ঠান্ডা মাথায় সমস্যা সমাধানের দিকে এগনোই তখন বুদ্ধিমানের কাজ। মেট্রোয় হঠাৎ বিপদ হানা দিলে কী করলে বিপন্মুক্ত হবেন, জেনে নিন।

আরও পড়ুন: শরীরচর্চা করার জন্য আলাদা করে সময় নেই? এ সব কৌশলে সে ক্ষতি পুষিয়ে নিন রোজ

এসি কোচ হোক বা নন এসি— মেট্রোয় বিপদের মুখোমুখি হলে প্রথমেই মাথা ঠান্ডা রাখুন। বিপদে পড়লে এই কাজটাই সবচেয়ে কঠিন হয়ে পড়ে, কিন্তু মাথা ঠান্ডা না রাখলে অকারণে প্রভাবিত হয়ে পড়া বা উদ্বিগ্ন হয়ে পড়ার মতো ঘটনার শিকার সহজে হন মানুষ। এতে কিন্তু বিপদের মাত্রা বাড়ে। মোবাইলে মজুত রাখুন দমকল, মেট্রোর হেল্পলাইন, আরপিএফ ও মেট্রো রেল পুলিশের নম্বর। যাতে দরকারে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। মেট্রোয় তেমন সমস্যা এলে যদি একান্ত লাইনে নামতেই হয়, তা হলেও সতর্ক থাকুন। মেট্রোয় বিপদ ঘটলেতিন নম্বর ট্র্যাকেরবিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবু নামার সময় সেই ট্র্যাক এড়িয়ে চলার চেষ্টা করুন।

আরও পড়ুন: আপনার কিনে আনা মাখনে ভেজাল মেশানো নেই তো? বুঝে যান এই ঘরোয়া উপায়ে

মেট্রোয় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম ব্যবহার করুন। কী ভাবে তা ব্যবহার করতে হয়, তা ফায়ার অ্যালার্মের নিচে সংক্ষেপে লেখা থাকে। উত্তেজনার বশবর্তী হয়ে হঠকারী কোনও সিদ্ধান্ত নেবেন না। বরং বিপদে পড়লে শান্ত হয়ে সিদ্ধান্ত নিন। বিপদ থেকে বাঁচতে এমন কোনও সিদ্ধান্ত নেবেন না, যাতে বিপদ আরও বাড়ে। বরং আগুপিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিন। উত্তেজিত জনতার কথায় প্রভাবিত হবেন না। কাচ ভেঙে বেরোতে হতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে আপদকালীন অবস্থায় ঠিক কতটুকু পদক্ষেপ করলেই উদ্ধার পাওয়া সম্ভব সেটা বুঝে নিন আগে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE