করোনায় সমক্রমিত হলে শরীরের প্রতিরোধ শক্তি একেবারেই কমে যাচ্ছে। এ সময়ে সে কারণেই বারবার ভাল ভাবে খাওয়াদাওয়ায় নজর দিতে বলছেন চিকিৎসকেরা। এই অসুখে খুব দুর্বল হয়ে যাচ্ছে শরীর। ফলে যথেষ্ট পুষ্টি প্রয়োজন এই সময়ে। এর সঙ্গে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজন কিছু বিশেষ ধরনের খাবার। তবে এ কথাও খেয়াল রাখতে হবে যে, কোভিডে সংক্রমিত হলে কিছু খাবার একেবারেই খাওয়া যাবে না। কারণ, রোগ প্রতিরোধের শক্তি কম থাকলে অনেক খাবার ডেকে আনতে পারে অন্য অসুস্থতাও।
কী খাবার একেবারেই খাওয়া যাবে না এ সময়ে?
মশলা