Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Gmail

জিমেলে এ বার থেকে পাঠানো যাবে আরও বড় সাইজের ফাইল

ইমেল পরিষেবাকে আরও মসৃণ করতে নয়া উদ্যোগ নিল গুগল। এত দিন পর্যন্ত জিমেল ইউজাররা সর্বোচ্চ ২৫ মেগা বাইট পর্যন্ত ফাইল গ্রহণ করতে পারত। এ বার সেই পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করল গুগল। সংস্থার তরফে জানানো হয়েছে, অন্যান্য ইমেল অ্যাকাউন্ট থেকে ৫০ মেগা বাইট পর্যন্ত ফাইল গ্রহণ করতে পারবেন জিমেল ইউজাররা।

জিমেলে ফাইল সাইজ বরাদ্দ বাড়ল

জিমেলে ফাইল সাইজ বরাদ্দ বাড়ল

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৩:২৩
Share: Save:

ইমেল পরিষেবাকে আরও মসৃণ করতে নয়া উদ্যোগ নিল গুগল। এত দিন পর্যন্ত জিমেল ইউজাররা সর্বোচ্চ ২৫ মেগা বাইট পর্যন্ত ফাইল গ্রহণ করতে পারত। এ বার সেই পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করল গুগল। সংস্থার তরফে জানানো হয়েছে, অন্যান্য ইমেল অ্যাকাউন্ট থেকে ৫০ মেগা বাইট পর্যন্ত ফাইল গ্রহণ করতে পারবেন জিমেল ইউজাররা। তবে গুগলের তরফ থেকে আরও জানানো হয়েছে, শুধুমাত্র মেল পাওয়ার ক্ষেত্রেই ওই সাইজের ফাইল গ্রহণ করা যাবে। ইমেল করার ক্ষেত্রে পুরনো নিয়ম মতো ২৫ মেগা বাইট পর্যন্ত ফাইল পাঠানোর বরাদ্দ একই রাখা হয়েছে।

আরও পড়ুন- সাবস্ক্রিপশন শুরু, জিও নতুন অফারের ১০ গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন

এর আগে বড় ফাইল গ্রহণ করার ক্ষেত্রে থার্ড পার্টির ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হত। অনেক ক্ষেত্রে ডাউনলোডের সময় নিরাপত্তার সমস্যা হওয়ার আশঙ্কা থেকে যায়। এখন ৫০ মেগা বাইট ফাইল গ্রহণ করার ক্ষেত্রে জিমেল ইউজারদের অনেকটাই সুবিধা হয়ে গেল বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

তবে ইমেল পাঠানোর সময় ২৫ মেগা বাইটের বেশি ফাইল সাইজ হলে গুগল ড্রাইভের মাধ্যমে পাঠানো যেতে পারে। প্রতি ইউজারকে নিখরচায় ৩০ জিবি পর্যন্ত জায়গা দেয় গুগল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gmail Email Attached File Size
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE