বিয়ের নিমন্ত্রণ পত্রে বরযাত্রী কখন বেরোবে তার সময় লেখা ছিল। বরের বন্ধুরাও সেই সময় অনুযায়ী তৈরি হচ্ছিলেন যাওয়ার জন্য। অথচ সময়ের আগেই বন্ধুদের না নিয়ে হবু শ্বশুরবাড়ির পথে রওনা দেন বর। ঘটনাটি ঘটছে হরিদ্বারের বাহাদুরাবাদ এলাকায়। বরের নাম রবি। রবির এমন ব্যবহারে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তাঁর বন্ধুরা। অপমানের জবাব দিতে তাই তাঁর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন বন্ধুরা।