Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Curd

Health Tips: টক দই খাচ্ছেন? কী হচ্ছে এর ফলে

নিয়মিত টক দই খাওয়ার ফলে কী হয়? রইল সন্ধান।

টক দই খাওয়ার সুফল কী কী

টক দই খাওয়ার সুফল কী কী ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৬:৩৮
Share: Save:

অনেকেরই অভ্যাস রোজ খাবারের পরে দই খাওয়া। মূলত টক দই-ই বেশির ভাগ মানুষ খান। তবে খাবারের শেষে দই খাওয়াটা একেবারে অভ্যাসের কারণেই। অনেকেই জানেন না, শরীরের উপর কেমন প্রভাব ফেলে এটি।

নিয়মিত টক দই খাওয়ার ফলে কী হয়? রইল সন্ধান।

• টক দই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাঁরা নিয়মিত এই দই খান, তাঁদের হৃদ্‌যন্ত্রে চাপ কম পড়ে।

• এই দই হজমক্ষমতা বাড়ায়। অতিরিক্ত তেলমশলার খাবার হজম করতে বেশ কিছুটা সাহায্য করে।

• অনেকেই দুধ খেতে পারেন না। নানা রকমের সমস্যা হয়। কিন্তু তাঁরা খুব সহজেই দই হজম করতে পারেন। দুধের বেশির ভাগ পুষ্টিগুণই দইয়ে রয়েছে।

• টক দই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। মরসুম বদলের সময়ে এই দই খেলে জ্বর-সর্দি-কাশির সমস্যা কম হয়।

• টক দই হাড় মজবুত করতে সাহায্য করে। পুরুষদের তুলনায় মহিলারা বেশি মাত্রায় ক্যালসিয়ামের অভাবে ভোগেন। তাঁরা যদি নিয়মিত টক দই খান, হাড়ের দুর্বলতার সমস্যা কমতে পারে।

• টক দইয়ের কিছু উপাদান কোলন ক্যানসারের আশঙ্কাও কমায়।

টক দইয়ের এত রকমের গুণ থাকলেও, মিষ্টি দইয়ের ক্ষেত্রে তা নেই। ফলে শরীর সুস্থ রাখার উদ্দেশ্যে দই খেলে টক দই-ই খেতে হবে। মিষ্টি দই খেলে লাভ হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Curd Yogurt health benefits
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE