নতুন ফ্ল্যাট। মনের মতো করে সাজিয়েছেন। তবু যেন ঘর কেমন অন্ধকার। এই সমস্যা নতুন নয়। এখনকার দিনে নিজের সাধ্যের মধ্যে ফ্ল্যাট নিতে হলে অনেক সময় দক্ষিণ খোলা বা পূর্ব দিকের ঘর পাওয়া যায় না। তা ছাড়া অনেক সময় মনের মতো আসবাব রাখতে গিয়েও ভুল করে ফেলেন অনেকে। অন্দরসজ্জা শিল্পীরা বলছেন, ঘরে বাড়তি আলো-হাওয়া চাইলে ঘরের সাজসজ্জা নিয়ে মাথা ঘামানো দরকার। ছোট ছোট কৌশল এ ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে। আবাসন, ফ্ল্যাট নিয়ে কাজ করা বেঙ্গালুরুর একটি সংস্থার কর্ণধার জাহ্নবী বিআর বলছেন এমন চার পন্থার কথা।
প্রাকৃতিক আলো যে কোনও ঘরের আবহ বদলে দেয়। ছবি:সংগৃহীত।
আসবাব
আসবাব কী ভাবে, কোথায় রাখছেন সেটিও জরুরি। ছবি: সংগৃহীত।
ঘরে যতই কৃত্রিম আলোর ব্যবহার হোক না কেন, প্রাকৃতিক আলোর বিকল্প হয় না। সে কারণে বড় জানলা অন্দরসজ্জায় বদল আনতে পারে। আবার পছন্দের আসবাব রাখতে গিয়ে যদি জানলার একাংশ ঢাকা পড়ে, বাধা পাবে আলো। বাইরের হাওয়াও আসবে না। সে কারণে এমন আসবাব বাছা দরকার, যা জানলা ঢেকে দেবে না। জানলার সামনে সোফা বা খাট রাখতে হলে খেয়াল রাখা দরকার, আসবাবের উচ্চতার বিষয়ে। অনেক সময় নিচু খাট বা সোফা এমন সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি, বড় জানলা, কাঠের বদলে কাচের পাল্লা, হালকা বা কুঁচি দেওয়া সুতির পর্দার ব্যবহারও বাইরের আলো ঘরে আসতে সাহায্য করে।
রং
রং পছন্দ হল, এক এক ঘরে, এক এক রকম রং ব্যবহার করলেন। এমনটাই করে থাকেন বেশির ভাগ লোকে। অন্দরসজ্জা শিল্পীর পরামর্শ ছাড়া ঘরের রং বাছাই করতে হলে হালকা প্যাস্টেল রং, নিউট্রাল বা নিরপেক্ষ রং যেমন সাদা, ধূসর, বাদামি বেছে নিতে পারেন। ঘর আলোকজ্জ্বল দেখাতে হলে শুধু দেওয়াল নয়, আসবাবের রঙেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গাঢ় রঙের আসবাব সাধারণত যে কোনও রং শুষে নেয়। তাই এমন রঙের আসবাব বাছতে হবে, যাতে ঘর অন্ধকার না মনে হয়। সঠিক রং এবং আসবাবের ব্যবহার ঘরকে বড় দেখাতেও সাহায্য করে।
আয়না
সঠিক স্থানে আয়নার উপযুক্ত ব্যবহারও ঘরে আলো প্রতিফলনে সাহায্য করে। কিন্তু কোথায়, কী ভাবে আয়না রাখবেন, সেটা জরুরি। সাধারণত জানলা দিয়ে যেখানে আলো পড়ছে, সেই দেওয়ালে আয়না রাখলে আলোক প্রতিফলনের সুযোগ বৃদ্ধি পাবে।
সঠিক পরিকল্পনা
বাড়ি তৈরির সময় আগাম কিছু পরিকল্পনাও এই বিষয়ে সাহায্য করে। স্কাইলাইট অর্থাৎ ছাদে নির্দিষ্টে কোণে কাচের ব্যবহার অন্ধকার ঘরেও আলো আসতে সাহায্য করে। ব্যবহার করা যায় এমন কিছু কাচও, যা শুধু অন্দরসজ্জা সুরক্ষিত রাখতে নয়, বাইরে থেকে আলো আসতেও সাহায্য করে। ফ্রেম ছোট এবং কাচের পরিসর বেশি হলে আলো বেশি আসবে।