Advertisement
০৪ মে ২০২৪
Variety designs of table

ঘর ভাসবে বাড়তি আলোতে, শুধু জুতসই একটা খাবার টেবিল কিনে ফেলুন এই পুজোয়

পুরনো খাবার টেবিলটা বদলে ফেলুন। ঘরের ভোল পাল্টে যাবে। নানা ধাতুর, নানা নকশার তেমনই কিছু টেবিলের ছবি সহ লেখা রইল এখানে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩
Share: Save:
০১ ১৫
খাবার টেবিলের সাবেকি ভঙ্গির পাশাপাশি বাজারে এসেছে নানা রকম নকশাদার টেবিল। চারপাশের আসবাব, দেওয়াল, ঘরের রং ইত্যাদির সঙ্গে মানানসই করে, এগুলির একটিকে বেছে নিন। ঘরের চেহারাটাই বদলে যাবে।

খাবার টেবিলের সাবেকি ভঙ্গির পাশাপাশি বাজারে এসেছে নানা রকম নকশাদার টেবিল। চারপাশের আসবাব, দেওয়াল, ঘরের রং ইত্যাদির সঙ্গে মানানসই করে, এগুলির একটিকে বেছে নিন। ঘরের চেহারাটাই বদলে যাবে।

০২ ১৫
১. নান্দনিক কারু কাজে কাঠের খাবার টেবিল – পরিপূর্ণ কাঠের তৈরি। কারু কাজে ভরা। সাবেকি। কাঠকে ঘন বাদামী রঙ দিয়ে পালিশ করলেও দারুণ লাগে। ঘরের সাজসজ্জার সঙ্গে মানানোর জন্য অন্য রঙেও পালিশ করা হয়।

১. নান্দনিক কারু কাজে কাঠের খাবার টেবিল – পরিপূর্ণ কাঠের তৈরি। কারু কাজে ভরা। সাবেকি। কাঠকে ঘন বাদামী রঙ দিয়ে পালিশ করলেও দারুণ লাগে। ঘরের সাজসজ্জার সঙ্গে মানানোর জন্য অন্য রঙেও পালিশ করা হয়।

০৩ ১৫
২. কালো-সাদা খাবার টেবিল - কালো প্লাস্টিকের চেয়ারের সঙ্গে কাঠের টেবিল। কাঠের প্রাকৃতিক রঙের সঙ্গে বৈসাদৃশ্য আনা হয়।

২. কালো-সাদা খাবার টেবিল - কালো প্লাস্টিকের চেয়ারের সঙ্গে কাঠের টেবিল। কাঠের প্রাকৃতিক রঙের সঙ্গে বৈসাদৃশ্য আনা হয়।

০৪ ১৫
৩. চেয়ার সরিয়ে বেঞ্চ - চেয়ার নয়। অনেকটা কিছু কিছু ধাবার মতো কেতায়  এই খাবার টেবিলের সঙ্গে থাকে একটাই টানা বসার জায়গা।

৩. চেয়ার সরিয়ে বেঞ্চ - চেয়ার নয়। অনেকটা কিছু কিছু ধাবার মতো কেতায় এই খাবার টেবিলের সঙ্গে থাকে একটাই টানা বসার জায়গা।

০৫ ১৫
৪. সাদা প্লাস্টিকের খাবার টেবিল - টাকার দিক দিয়ে সব চেয়ে সাশ্রয়ী, অথচ নকশাদার।

৪. সাদা প্লাস্টিকের খাবার টেবিল - টাকার দিক দিয়ে সব চেয়ে সাশ্রয়ী, অথচ নকশাদার।

০৬ ১৫
৫. উপরি ভাগ কাচের- কাচের তো বটেই এবং গোলাকার। ছোট জায়গায় পাতার জন্য আদর্শ।

৫. উপরি ভাগ কাচের- কাচের তো বটেই এবং গোলাকার। ছোট জায়গায় পাতার জন্য আদর্শ।

০৭ ১৫
৬. আধুনিক গোলাকার খাবার টেবিল - সাধারণ কাঠের। অফিস বা রেস্তরাঁতে ভালই চলে।

৬. আধুনিক গোলাকার খাবার টেবিল - সাধারণ কাঠের। অফিস বা রেস্তরাঁতে ভালই চলে।

০৮ ১৫
৭. কম উচ্চতার খাবার টেবিল – বেশ অন্য রকম।  যাদের নকশা নিয়ে ভাঙা গড়ায় বিশ্বাসী, তাঁদের জন্য আদর্শ।

৭. কম উচ্চতার খাবার টেবিল – বেশ অন্য রকম। যাদের নকশা নিয়ে ভাঙা গড়ায় বিশ্বাসী, তাঁদের জন্য আদর্শ।

০৯ ১৫
৮. বর্গাকৃতি টেবিল -  নকশার উৎকৃষ্ট নমুনা। কাঠের রঙ নিয়ে পরীক্ষা করা হয় এই বর্গাকৃতি নকশার ডাইনিং টেবিলে।

৮. বর্গাকৃতি টেবিল - নকশার উৎকৃষ্ট নমুনা। কাঠের রঙ নিয়ে পরীক্ষা করা হয় এই বর্গাকৃতি নকশার ডাইনিং টেবিলে।

১০ ১৫
৯. গ্রানাইটের উপরিভাগ - সাদা কাঠের শৈল্পিক ভাবনার পূর্ণ প্রকাশ পেয়েছে। সেই কাঠের ফ্রেমে গ্রানাইট পাথরের টেবিল।

৯. গ্রানাইটের উপরিভাগ - সাদা কাঠের শৈল্পিক ভাবনার পূর্ণ প্রকাশ পেয়েছে। সেই কাঠের ফ্রেমে গ্রানাইট পাথরের টেবিল।

১১ ১৫
১o. সাদা কাঠের খাবার টেবিলের নকশা- আদিম রঙের সাদা কাঠের চেয়ারের সঙ্গে সাধারণ কাঠের টেবিল।

১o. সাদা কাঠের খাবার টেবিলের নকশা- আদিম রঙের সাদা কাঠের চেয়ারের সঙ্গে সাধারণ কাঠের টেবিল।

১২ ১৫
১১. পাথরের উপরি ভাগ - অভিজাত বাড়িতে পাতার জন্য আদর্শ ডাইনিং টেবিল। কাঠের ফ্রেমের উপর চকচকে পাথরের টপ। সঙ্গে চেয়ার,  ধাতবের।

১১. পাথরের উপরি ভাগ - অভিজাত বাড়িতে পাতার জন্য আদর্শ ডাইনিং টেবিল। কাঠের ফ্রেমের উপর চকচকে পাথরের টপ। সঙ্গে চেয়ার, ধাতবের।

১৩ ১৫
১২. প্রাচীন শৈলীর ডাইনিং টেবিল ডিজাইন - পাইন কাঠের শৈলীর কাজ সহ অফিস টেবিল। চেয়ার ৮-১০টাও হতে পারে।

১২. প্রাচীন শৈলীর ডাইনিং টেবিল ডিজাইন - পাইন কাঠের শৈলীর কাজ সহ অফিস টেবিল। চেয়ার ৮-১০টাও হতে পারে।

১৪ ১৫
১৩. মিশ্রণের ডাইনিং টেবিল ডিজাইন - কাঠ,  কাঁচ, ধাতু ও মার্বেল - চার পৃথক উপকরণের মিশ্রণ উপকরণে তৈরি ডিজাইনার খাবার টেবিল।

১৩. মিশ্রণের ডাইনিং টেবিল ডিজাইন - কাঠ, কাঁচ, ধাতু ও মার্বেল - চার পৃথক উপকরণের মিশ্রণ উপকরণে তৈরি ডিজাইনার খাবার টেবিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE