সাজাতে জানলে অন্দরের ভোল বদলে দিতে পারে মোমবাতিও। উৎসব, অনুষ্ঠানের গৃহসজ্জা হোক বা প্রিয় মানুষটির সঙ্গে স্মরণীয় দিন উদ্যাপন, মোমের মায়াবী আলো মুহূর্তে বদলে দিতে পারে আবহ এবং মেজাজ। মোমবাতি মানে তো শুধু এক রকম নয়, তৈরির পদ্ধতি, ভাবনা ভেদে তাতেও বৈচিত্র রয়েছে। কোনওটি সুগন্ধযুক্ত, ভাসমান, কোনটি সরু লম্বা। কোনওটি আবার বেশ লম্বা ও সেই সঙ্গে চওড়াও। কোনওটি মেলে কাচের সুদৃশ্য পাত্রে। রকমারি মোমবাতি দেখতে ভাল লাগলে বা অন্দরসজ্জায় মানানসই হবে বলেই কিনে ফেলেন। কিন্তু জানেন কি, প্রতিটি মোমবাতির নামও আছে?
পিলার ক্যান্ডেল
চোঙাকৃতি লম্বা থেকে ছোট তিন আকারের মোমবাতি পাশাপাশি সাজাতে দেখা যায় অনেক সময়েই। চোঙাকৃতি এই মোমবাতি ইংরেজিতে ‘পিলার ক্যান্ডেল’ মতো বলে পরিচিত। এটি দেখতে কিছুটা পিলার বা স্তম্ভের মতো। বিভিন্ন উচ্চতার ‘পিলার ক্যান্ডেল’ পাওয়া যায়।
ট্যাপার ক্যান্ডেল
এই ধরনের মোমবাতি ট্যাপার ক্যান্ডেল নামে পরিচিত। ছবি:সংগৃহীত।
লম্বা, সরু মোমবাতিকে বলা হয় ট্যাপার ক্যান্ডেল। বিভিন্ন দেশে নৈশভোজ, বিবাহনুষ্ঠানে এই ধরনের মোমবাতি ব্যবহার করা হয়। সুদৃশ্য মোমদানিতে এই ধরনের মোম রাখলে ঘরের সজ্জাতেও অন্য মাত্রা আনা যায়।
ভোটিভ ক্যান্ডেল
কাচের পাত্রে থাকে ভোটিভ ক্যান্ডেল। ছবি:সংগৃহীত।
বিভিন্ন রকম কাচপাত্রে যে ছোট আকারের মোমবাতি পাওয়া যায়, সেটি ভোটিভ ক্যান্ডেল নামে পরিচিত। সুগন্ধযুক্ত ভোটিভ ক্যান্ডেলও পাওয়া যায়। এর মূল সুবিধাই হল গরম মোমে হাত জ্বলে যাওয়ার ভয় নেই। ঘরের মধ্যে রোম্যান্টিক আবহ তৈরি করতেও এটি কাজে লাগানো যায়।
টি লাইট ক্যান্ডেল
এই মোমবাতিকে বলা হয়ে টি-লাইট ক্যান্ডেল। ছবি: ফ্রিপিক।
ঘর সাজানোর কাজে এই ধরনের মোমবাতি ভীষণ ব্যবহার হয়। গোল চ্যাপ্টা মোমবাতি রুপোলি ধাতব মোড়কের ভিতরে থাকে। নৈশভোজ হোক বা উৎসবের আলোকসজ্জা— এই মোমবাতি যে কোনও আবহেই মানানসই।
ফ্লোটিং ক্যান্ডেল
ভাসমান ছোট চ্যাপ্টা মোমবাতি ফ্লোটিং ক্যান্ডেল নামে পরিচিত। এই ধরনের মোমবাতি জলের উপর ভাসিয়ে দেওয়া যায়। ফুলের মতো, চ্যাপ্টা গোলাকার বিভিন্ন রকমের হয় এটি।
জার ক্যান্ডেল
এই ধরনের বাতি পরিচিত জার ক্যান্ডেল নামে। ছবি: ফ্রিপিক।
কাচের পাত্রের মধ্যে রাখা থাকে এই ধরনের মোমবাতি। সুগন্ধীযুক্তও হয়। দীর্ঘ ক্ষণ ধরে জ্বলে এই ধরনের বাতি, ছড়িয়ে পড়ে সুগন্ধ। অন্দরসজ্জা থেকে রোম্যান্টিক আবহ তৈরিতে এই বাতিও জনপ্রিয়।
সেন্টেড ক্যান্ডেল
সুগন্ধী মোমের ব্যবহার এবং জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। ক্লান্ত মেজাজ ঠিক করা হোক বা অতিথি আপ্যায়নের জন্য অন্দরসজ্জা, ঘর সুবাসিত করতেই এমন মোমবাতির কদর। ল্যাভেন্ডার, লেমনগ্রাস, গোলাপ, চন্দন বিভিন্ন গন্ধযুক্ত মোম পাওয়া যায়।