বাড়িতে যদি ইঁদুরের উৎপাত বাড়ে, তা হলে সময় থাকতেই সাবধান হওয়া উচিত। কারণ ইঁদুর একাধিক রোগের কারণ হতে পারে। বাড়ির রান্নাঘর এবং অন্যান্য অংশ থেকে ইঁদুরকে দূরে রাখতে অনেক সময়েই বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু তার মধ্যে উপস্থিত রাসায়নিক থেকেও স্বাস্থ্যেের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:
বাড়িতে ইঁদুরের উপদ্রব কমাতে কয়েকটি পদক্ষেপে উপকার পাওয়া যেতে পারে—
১) ইঁদুরকে ঠেকাতে তাদের বাড়িতে প্রবেশের সম্ভাব্য পথগুলি আগে বন্ধ করা প্রয়োজন। যেমন দেওয়ালের কোনও ফুটো, পাইপ বা নালার মুখ।
২) ইঁদুর সাধারণত খাবারের খোঁজে বাড়িতে আসে। তাই রান্নাঘর বা অন্যত্র খাবারের অবশেষ (ফলের অংশ, সব্জির খোসা ইত্যাদি) ফেলে রাখা উচিত নয়। নিয়মিত ডাস্টবিন পরিষ্কার করা উচিত। ইঁদুরের উপদ্রব হলে বাড়িতে খোলা পাত্রে জল রাখাও উচিত নয়।
৩) বাড়ি যদি অপরিচ্ছন্ন থাকে, তা হলে তা ইঁদুরকে আকর্ষণ করে। তাই আলমারি, বক্স খাট, পুরনো বই, খবরের কাগজের স্তূপ বা পোশাক নিয়মিত পরিষ্কার করা উচিত। কোনও রকম আবর্জনা বাড়িতে রাখা ঠিক নয়। কার্ডবোর্ডের বদলে পুরনো জিনিস কোনও প্লাস্টিকের বাক্সে রাখা উচিত। কারণ কার্ডবোর্ড সহজেই ইঁদুরেরা দাঁতে কাটতে পারে।
৪) ইঁদুরকে দূরে রাখতে কয়েকটি ঘরোয়া টোটকা ব্যবহার করা যেতে পারে। পেপারমিন্ট তেলে তুলো ভিজিয়ে তা রান্নাঘর বা বাথরুমের নালার মুখে রেখে দেওয়া যেতে পারে। একটি কাপড়ে থেঁতো করা রসুন, গোলমরিচ এবং শুকনো লঙ্কার গুঁড়ো রেখে দিলেও তার ঝাঁজে ইঁদুর বাড়িতে প্রবেশ করবে না।
৫) বাড়িতে বারান্দা বা বাগান থাকলে তা নিয়মিত পরিষ্কার করা উচিত। অনেক সময়েই সেখানে অন্ধকার কোণে ইঁদুর বাসা বাঁধতে পারে। বারান্দায় নর্দমার মুখ যেন বন্ধ থাকে, সে দিকে খেয়াল রাখা উচিত।