কেবল সময় বলা কাজ নয় তার। ঘরের দেওয়ালে অন্য মাত্রা যোগ করতে পারে দেওয়াল ঘড়ি। গৃহসজ্জার অন্যতম উপকরণ হয়ে উঠতে পারে। কিন্তু হামেশাই লোকে ঘড়ি বলতে কেবল সময়ের সঙ্গে জড়িয়ে থাকে। ঘরের সাজগোজের জন্য এ বার থেকে বুঝেশুনে সরঞ্জাম বাছাই করুন। দেওয়াল ঘড়ি কেনার শখ হলে অনলাইনে বা ঘড়ির দোকানে যেতে পারেন। এমনকি, আপনি নিজের ঘরের সঙ্গে মানানসই ঘড়ি অর্ডার দিয়েও বানাতে পারেন। কয়েক ধরনের ঘড়ির কথা এখানে বলা হল।
পুরনো দিনের পেন্ডুলাম দেওয়াল ঘড়ি:সেকেলে ও সাম্প্রতিকের ছোঁয়ায় পেন্ডুলাম ঘড়ির জনপ্রিয়তা বেড়েই চলেছে। বৃত্তের মাঝে যান্ত্রিক নকশার ছোঁয়া। তারই নীচে রয়েছে পেন্ডুলামটি।
পুরনো দিনের পেন্ডুলাম দেওয়াল ঘড়ি
বাহুল্যবর্জিত ঘড়ি: ঘড়ি দেখার জন্য ঠিক যতগুলি রেখার প্রয়োজন, ততটুকুই রয়েছে ঘড়িতে। একটি বৃত্তাকার কাঠামোয় কেবল মিনিটের কাঁটা এবং ঘণ্টার। হালকা, আবছা করে ১ থেকে ১২ সংখ্যা আঁকা রয়েছে। এমনই বাহুল্যবর্জিত এবং অভিজাত ঘড়ি যে কোনও বাড়িতেই ভাল মানাবে।
বাহুল্যবর্জিত ঘড়ি
কৃত্রিম ভাবে ছেঁড়া, ভাঙা ঘড়ি: উজ্জ্বল বাড়ির জন্য এমন ছেঁড়া-ফাটা ঘড়ি বেশ মানানসই। আপাত ভাবে পুরনো হয়ে যাওয়া, বর্জিত ঘড়ি। কিন্তু সেটিই যে এমন ঘড়ির নকশা! বোহেমিয়ান সাজে সজ্জিত ঘরের জন্য এই ঘড়ি বেছে নিতে পারেন।
কৃত্রিম ভাবে ছেঁড়া, ভাঙা ঘড়ি
দু’দিক থেকে ঝুলন্ত ঘড়ি: ঘরের সরু দেওয়ালে কী ধরনের সাজ মানাবে বুঝতে পারছেন না? ঝুলিয়ে দিন ঘড়ি। দু’দিক থেকে আটকানো কাঠের ফ্রেমে (পাশ থেকে এবং উপর থেকে) ঝুলবে অভিজাত ঘড়িটি। জায়গাও নষ্ট হল না, এ দিকে গৃহসজ্জায় নতুন মাত্রা যোগ হল।
দু’দিক থেকে ঝুলন্ত ঘড়ি
বিশালাকার দেওয়াল ঘড়ি: ঘড়িটি হবে বাহুল্যবর্জিত। বিশেষ নকশা থাকবে না। কিন্তু গোটা ঘড়ির আকার হবে বিশাল! বসার ঘরে আর বেশি সরঞ্জামের কোনও প্রয়োজন নেই। কেবল একটি মস্ত ঘড়ি বসিয়ে রাখলে বাহুল্যবর্জিত এবং মার্জিত হবে গৃহসজ্জা।
বিশালাকার দেওয়াল ঘড়ি
সেকেলে কায়দার ঠাকুরদার ঘড়ি:কখনও পুরনো হবে না। সেকেলে কায়দার ঠাকুরদার ঘড়িতে রোমান হরফে সময় লেখা থাকে। ঘণ্টায় ঘণ্টায় ঢং ঢং করে বেজে ওঠে পেন্ডুলাম। ঘরের সজ্জায় যদি প্রাচীনত্বের ছোঁয়া থাকে, তা হলে অবশ্যই ঠাকুরদার ঘড়িই বেছে নেওয়া উচিত।
সেকেলে কায়দার ঠাকুরদার ঘড়ি
মজাদার ব্যাগ-ঘড়ি:ব্যাগ এবং ঘড়ির কায়দা একজোটে হলে যা হয়! ধরে নিন, আপনার ঘরের দেওয়ালের পেরেক থেকে ঝুলছে ব্যাগের চামড়ার হাতল। এ দিকে, নীচে নামতে নামতে দেখা গেল, সেটি একটি ঘড়ি। কেমন দেখাবে? মজাদার না? এমন ঘড়ি বসার ঘরে টাঙালে অবশ্যই নজর কাড়বে অতিথিদের।
মজাদার ব্যাগ-ঘড়ি
নিজের ঘর, বসার ঘর, খাওয়ার ঘর অথবা বারান্দা, যে কোনও কোণের জন্য এখান থেকেই বেছে নিতে পারেন দেওয়াল ঘড়ি। কেবল সজ্জা-সচেতন নয়, পরিবারের সকলে সময়-সচেত হয়ে উঠতে চাইবেন।