Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Bathroom Cleaning Tips

যত্নের অভাবে শৌচালয় হয়ে ওঠে জীবাণুর আতুঁড়ঘর, কী ভাবে পরিষ্কার রাখবেন স্নানঘরটি?

স্নানঘর পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে তা রোগজীবাণুর আতুঁরঘর হয়ে ওঠে। নিয়মিত সেই স্নানঘর ব্যবহার করার ফলে শরীরে নানা রোগ বাসা বাঁধার আশঙ্কা থেকে যায়।

Image of Bathroom.

কী ভাবে স্নানঘর পরিষ্কার রাখবেন? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৮:৫৬
Share: Save:

অফিস থেকে ফিরে যাবতীয় ক্লান্তি ধুয়ে ফেলা কিংবা নিজের দুঃখ আড়াল করা, জীবনে স্নানঘরের গুরুত্ব কম নয়। সেই বিশেষ জায়গা যদি অপরিষ্কার থাকে, তাহলে অস্বস্তির শেষ থাকে না। স্নানঘর পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে তা রোগজীবাণুর আতুঁরঘর হয়ে ওঠে। নিয়মিত সেই স্নানঘর ব্যবহার করার ফলে শরীরে নানা রোগবালাই বাসা বাঁধার আশঙ্কা থেকে যায়। কী ভাবে পরিষ্কার রাখবেন বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি?

১) স্নানঘরের মেঝে থেকেই সাফাই অভিযান শুরু করা যেতে পারে। মেঝেতে অনেক সময় দাগছোপ পড়ে যায়। সেটা দেখতে একেবারেই ভাল লাগে না। তাই স্নানঘরের মেঝে পরিষ্কার রাখা জরুরি। তার জন্য ব্যবহার করতে পারেন ব্লিচিং পাউডার বা অ্যাসিড। স্নানঘরের মেঝে যদি টাইলসের হয়ে থাকে, তা হলে আলাদা ক্লিনার পাওয়া যায়। সেগুলি ব্যবহার করতে পারেন।

২) অনেক সময় দেখা যায় বেসিনের পাশে এক ধরনের হলুদ ছোপ বা দাগ ধরে গেছে। দীর্ঘ দিন ধরে জল পড়ার কারণে এমন হয়। তাই চেষ্টা করুন সপ্তাহে অন্তত দু’দিন বেসিন পরিষ্কার করার। তাতে এই দাগছোপের আশঙ্কা কম থাকে। গুঁড়ো সাবানের সঙ্গে বাথরুম ক্লিনার মিশিয়ে নিয়ে কিছু ক্ষণ দাগের উপরে ছড়িয়ে রেখে দিন। তার পর ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন। তাহলেই সহজে পরিষ্কার হয়ে যাবে এই দাগ।

৩) এখন বেশির ভাগ বাথরুমেই টাইলস থাকে। বিশেষ করে অনেকেই সাদা টাইলস ব্যবহার করা পছন্দ করেন। এতে নোংরা হয় খুব তাড়াতাড়ি। এই দাগ দূরে রাখতে সপ্তাহে অন্তত দু’বার বাথরুম পরিষ্কার করুন। টাইলস পরিষ্কার করার জন্য বাজারে ক্লিনার কিনতে পাওয়া যায়। অ্যাসিড ব্যবহার না করে বাথরুম ক্লিনার ব্যবহার করুন। তাতে টাইলসে ছোপ পড়ার সম্ভাবনা কম থাকে। এবং আপনার স্নানঘরও থাকে চকচকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bathroom Cleaning Tips Hygiene
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE