জামাইষষ্ঠী এখন উৎসবের চেহারা নিয়েছে। যতই দিন যাচ্ছে, জামাইষষ্ঠীর খাওয়া-দাওয়া থেকে তা পালনে লাগছে জাঁকজমকের ছোঁয়া। আগে যা ছিল শাশুড়িমায়েদের ব্রত পালন করে নিয়মনীতি মানা, এখন তাতেই লেগেছে নতুন মোড়ক। বহু বাড়িতেই শাশুড়িমায়েরা রাঁধাবাড়া করতে না পারলে জামাইদের ভূরিভোজ করানো হয় রেস্তরাঁয় অন্তত ১০-১৫ রকম বা তার চেয়েও বেশি খাবার দিয়ে।
তবে বাড়িতে যদি জামাইষষ্ঠীর আয়োজন হয়, ভূরিভোজের ব্যবস্থা থাকে, তবে ঘরদোর বা অন্য ভাবে সাজানো হবে না কেন?
প্রদীপ, উপচারের সজ্জায় থাক ফুলেল ছোঁয়া
স্মার্টফোনের যুগে যে কোনও অনুষ্ঠানই ক্যামেরাবন্দি হয়। ঠিক সে কারণে ধান-দুর্বা থেকে প্রদীপও এখন অন্দরসজ্জার অংশ হয়ে উঠেছে। যে পিতলের থালায় ধান-দুর্বা এবং প্রদীপ সাজাচ্ছেন, সেগুলি রকমারি ফুলের বেড় দিয়ে সাজিয়ে নিতে পারেন।
অন্দরসজ্জায় থাকুক হাতপাখা
শৌখিন পাখাও জামাইষষ্ঠীর অন্দরসজ্জায় বাড়তি মাত্রা যোগ করতে পারে। ছবি: ইন্টারনেট
জামাইষষ্ঠীর রীতি পালনে প্রয়োজন হয় হাতপাখার। জামাইকে পাখার বাতাস করতে হয় শাশুড়িমাকে। বাজারচলতি পাখাগুলি মোটেই দৃষ্টিনন্দন নয়। হাতের কাজ বা আঁকিবুকির শখ থাকলে সেটিও সাজানো যায়। চট করে হাতপাখাটি সাদা রং করে ফেলুন। হাতপাখার হাতল থেকে গোল অংশ পছন্দের কিছু এঁকে নিন। রং করতে পারেন। কুঁচি করে বসিয়ে নিতে পারেন লাল কাপড় বা সুন্দর কোনও সুতির কাপড়।
দেওয়াল সজ্জা
এমন থালাও যদি কৌশলে ব্যবহার করা যায়, হতে পারে দেওয়াল সজ্জার অঙ্গ। ছবি: সংগৃহীত।
ইদানীং জামাইষষ্ঠীর জন্যই নানা রকম কারুকাজ করা মাটির থালা পাওয়া যায়। এতে শাশুড়ি জামাইয়ের ছবির মোটিফ থাকে। নানা রকম নকশা থাকে। আবার সুন্দর আলপনা দেওয়া মাটির থালাও পাওয়া। নকশা করা হাতপাখাও কোথাও কোথাও কিনতে পাওয়া যায়। হাতপাখায় রং করে মাঝের অংশে ‘জামাইষষ্ঠী’ শব্দটি লিখতে পারেন। এ ভাবে ঘরের দেওয়াল কারুকাজ করা মাটির থালা এবং হাতপাখা দিয়েও সাজিয়ে নিতে পারেন, একেবারে নিজের মতে করে।
ফুলের সজ্জা
এ ভাবে ফুল সাজালেও উৎসবে দেখতে ভাল লাগবে। ছব: সংগৃহীত।
ঘরদোরে খুব সহজে প্রাণবন্ত ভাব আনতে পারে টাটকা ফুল। ছোট-বড় ফুলদানিতে সাজিয়ে দিন মরসুমের টাটকা ফুল। টেবিলে ছোট পিতলের বাটিতে জল নিয়ে ভাসিয়ে দিনে কোনও একটি জারবেরা বা রাখতে পারেন একমুঠো বেলফুলও।
জামাইয়ের জন্য থালা সাজানোতেও থাক শৈল্পিক ছোঁয়া
জামাইষষ্ঠীতে এমন থালাতেও নানা রকম ব্যাঞ্জন পরিবেশন করতে পারেন। ছবি: সংগৃহীত।
স্টিল, কাচ বা বোন চায়নার থালা নয়, জামাইষষ্ঠীতে বাঙালি পদ সাজিয়ে দিন মাটি অথবা কাঁসার থালায়। মাটির থালায় কলাপাতা দিয়ে তার উপর পদগুলি সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। খাবার পরিবশেনে কাঁসার বাসনও অন্য মাত্রা যোগ করতে পারে নিঃসন্দেহে।