Advertisement
E-Paper

লক্ষ্মীপুজোয় বাড়ি সাজিয়ে তুলবেন কী ভাবে? জেনে নিন অল্প সময়ে ঘরের ভোলবদলের উপায়

পুজো তো সূর্যাস্তের পরে। তার আগে সকালে একটু সময় বের করে নিয়ে বাড়ি সাজিয়ে ফেলুন। অন্তত যে ঘরে অতিথি সমাগম হবে, যেখান দিয়ে অতিথিরা ঘরে ঢুকবেন এবং পুজোর জায়গাটি সাজিয়ে ফেললেই সুন্দর দেখাবে বাড়ি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৩:৫৭

ছবি : সংগৃহীত।

কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মী প্রতিমা আসনে বসিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো করা হয় অধিকাংশ পরিবারেই। দুর্গাপুজোর পরে এই পুজো ঘিরেও খানিক সমারোহ হয়। সামর্থ্য অনুযায়ী আয়োজন করেন মানুষ। অতিথি সমাগমও হয় অনেকের বাড়িতে। পাত পেড়ে পুজোর খিচুড়ি ভোগ, লুচি, মোহনভোগ, নারকেল নাড়ু, পায়েস ইত্যাদি খাওয়ানো হয় আত্মীয়-বন্ধুদের। বাড়িতে তেমন উপলক্ষ থাকলে লক্ষ্মীর আসন সাজানোর পাশাপাশি ঘরদোরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়। কারণ, প্রচলিত বিশ্বাস, চঞ্চলা লক্ষ্মী থিতু হন শ্রী-যুক্ত সংসারে।

শ্রী মানে সুন্দর। বাড়িতে পুজো উপলক্ষে সেই শ্রী আনতে অল্প কিছুটা সময় ব্যয় করা যেতে পারে। পুজো তো সূর্যাস্তের পরে। তার আগে সকালে একটু সময় বের করে নিয়ে বাড়ি সাজিয়ে ফেলুন। অন্তত যে ঘরে অতিথি সমাগম হবে, যেখান দিয়ে অতিথিরা ঘরে ঢুকবেন এবং পুজোর জায়গাটি সাজিয়ে ফেললেই তা বাড়িতে আসা স্বজন-বন্ধুদের মনে আপনার সৃজনবোধের একটা সুন্দর ধারণা তৈরি করবে। কী ভাবে সাজাবেন?

রঙিন কুশন

ঘর এক লহমায় আকর্ষণীয় করে তুলতে বসার জায়গায় নানা রঙের কুশন কভার ব্যবহার করুন। বিছানা হোক বা মাটিতে পাতা ম্যাট্রেস অথবা সোফা, তার উপর পাঁচ-ছ’টি রঙিন কুশন সাজিয়ে দিলেই দেখতে ভাল লাগবে।

আলপনা

লক্ষ্মীপুজো মানে আলপনা থাকবেই। ঘরের একটি কোনে আল্পনা, ফুল, প্রদীপ দিয়ে সাজিয়ে দিন। অল্প সময়েই ঘরের রূপ খুলে যাবে।

লাল-সাদা

লাল-সাদা শুভ রং। পুজোর রং। তাই বেড কভার, পিলো কভার বা ঘরের সজ্জায় লক্ষ্মীপুজোয় এই রং বেশি করে ব্যবহার করতে পারেন।

জানলা

ঘরের দেওয়াল সাজানোর উপায় না থাকলে কোনও একটি জানলাকে সাজিয়ে তুলুন। সুন্দর পর্দা, ফুলের মালা, ছোট ছোট লন্ঠন ঝুলিয়ে দিন বা টুনি বাল্‌ব। সঙ্গে রাখুন কিছু ইন্ডোর প্ল্যান্ট।

পর্দায় বৈচিত্র

পর্দা বদলেও ঘরের রূপ পাল্টে দেওয়া যায়। পুরনো ওড়না আর ফুলের মালা দিয়ে সাজিয়ে ফেলুন পুজো বা অতিথি সমাগমের ঘরটি। একসঙ্গে একাধিক ওড়নাও ব্যবহার করতে পারেন।

বারান্দাকে সাজিয়ে তুলুন

অতিথিদের বসানোর জন্য সাজিয়ে তুলতে পারেন বারান্দাটিও। মিনিয়েচার স্ট্রিং লাইট ঝুলিয়ে দিন। তার সঙ্গে রঙিন কাগজে নকশা করে সুতোয় আটকে ঝুলিয়ে দিন দেওয়ালে। বাহারি গাছ আর রঙিন কার্পেট পেতে দিলেই দেখতে সুন্দর লাগবে বারান্দা।

বসার ব্যবস্থা

ঘরে বসার ব্যবস্থা বাড়িয়ে নিতে হলে মাটিতে ম্যাট্রেস পেতে তার উপরে ছড়িয়ে রাখতে পারেন রঙিন কুশন। সঙ্গে দেওয়ালে রঙিন ফুলের ওয়াল হ্যাঙ্গিং বা লম্বা করে মালা ঝুলিয়ে দিলে দেখতে ভাল লাগবে।

Laxmi Puja 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy