ছোট্ট চারপেয়েকে সামলানো কি মুখের কথা? দস্যিপনায় সে কম যায় না মোটেই। দাঁত ওঠার সময়, পোশাক, জিনিসপত্র, এমনকি দেওয়ালও চিবোনোর চেষ্টা করে সে। তার উপর চোখের আড়াল হলেই এখানে উঠে পড়ছে, ওখানে চলে যাচ্ছে। এমন ছবি কম-বেশি একই রকম যে সব বাড়িতে পোষ্য থাকে। তা ছাড়া, সোফা থেকে চেয়ার— সর্বত্র সারমেয়র লোম পড়ে থাকলেও দেখতে ভাল লাগে না।
দুরন্ত পোষ্যকে সামলে কী ভাবে ঘরদোর পরিপাটি রাখবেন?
১। সোফা হোক বা চেয়ার— যে যে জায়গাগুলিতে পোষ্য উঠতে পারে বা গিয়ে বসে থাকে, সেই জায়গাগুলিতে এমন কভার দিন যাতে পোষ্যের লোম চট করে পরিষ্কার করা যায়। অনেক সময়েই সারমেয় শাবক আসবাবে আঁচড় দেয়। তাই সোফা হোক বা বসার জায়গা— এমন জিনিস ব্যবহার করুন, যা পোষ্য-বান্ধব হওয়ার পাশাপাশি সারমেয় সহজে নষ্ট করতে পারবে না। ফোম, চামড়ার সোফায় মাইক্রোফাইবারের কভার ব্যবহার করতে পারেন। না হলে সুতির কাপড়ের কভার বানাতে পারেন। যাতে দু’দিন অন্তর সেটি খুলে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া যায়।
২। মেঝেতে কার্পেট, রাগ পেতে রাখলে ঘরের সৌন্দর্য বাড়ে। পোষ্যও এই রকম জায়গায় আরাম করতে ভালবাসে। এমন রং বেছে নিন, যাতে পোষ্যের লোম চট করে বোঝা না যায় এবং সহজে সেগুলি কাচাও যায়। হালকা পাতলা রাগ ঘরে পেতে রাখলে সহজে পরিষ্কার করা যাবে। লোম পরিষ্কারের জন্য ভ্যাকিউম ক্লিনারের পাশাপাশি লিন্ট রোলার ব্যবহারেও লোম সহজে তুলে ফেলা যায়।
৩। বাড়িতেই পোষ্যের পছন্দের জায়গা করে দিতে পারেন, যেখানে সে অনেকটা সময় কাটাবে। ঘরের কোণে বা বারান্দায় বা বক্স জানলায় যেখানে সে থাকতে পছন্দ করে, সেই জায়গা তার মতো করে সাজিয়ে তুলতে পারেন। নরম গদি, অনেকটা ফাঁকা জায়গা সারমেয়র পছন্দ হতে পারে। পোষ্য থাকলে আসবাবের ব্যাপারে সচেতন হতে হয়। এমন কিছু তার নাগালে রাখা ঠিক নয়, যা থেকে সে চোট পেতে পারে। লিলি, সাগো পাম, অ্যাজেলিয়া-সহ অন্দরসজ্জার অনেক গাছই সারমেয়র উপযুক্ত নয়। সেগুলি ঘর থেকে সরিয়ে ফেলাই ভাল। জুতো, জামা — আর যা কিছু সে দেখলেই চিবিয়ে ফেলতে পারে বা ক্ষতি হতে পারে সেগুলিও নাগালের বাইরেই রাখুন।