শেষ হতে চলল আরও একটি বছর। কেউ বর্ষপূর্তির উ়দ্যাপন নিয়ে উৎসাহী, কেউ নতুন বছরের প্রতিশ্রুতি তৈরি করতে ব্যস্ত। কেউ আবার নতুন বছরের দিনগুলির জন্য নিজের ঘর গোছাতে বা সাজাতে মগ্ন। বাংলা নববর্ষ ও দীপাবলির সময়ে বাঙালি বাড়িতে ঘর পরিষ্কারের প্রথা রয়েছে। তেমনই ডিসেম্বরের শেষে ঘর থেকে ময়লা দূর করার বড়সড় পরিকল্পনা থাকে জাপানিদের মধ্যে। বিশেষ এক প্রথা ‘উশোউজি’র নিয়ম মেনে বছরের শেষে ঘরের ময়লার পাশাপাশি মনের ক্লেদও দূর করা হয়।
আপনিও জাপানিদের পদাঙ্ক অনুসরণ করতে পারেন। সচেতন ভাবে, স্বাস্থ্যকর উপায়ে যাপন করায় বিশ্বাসী জাপানিরা। বিশ্বে যখন স্বাস্থ্যসচেতন ব্যক্তির সংখ্যা বাড়ছে, তখনই ‘হারা হাচি বু’, ‘কানসো’, ‘মুরি শি নাই দে’-র মতো জাপানি প্রথা জনপ্রিয় হচ্ছে। ভারতের একাধিক চিকিৎসক সে দেশের মানুষদের মতো যাপনে অভ্যস্ত হওয়ার পরামর্শও দেন। তা হলে ঘর গোছানোর সময়ও জাপানের অনুগামী হওয়া যেতে পারে।
‘উশোউজি’ প্রথায় ঘর পরিষ্কার করাই আসল উদ্দেশ্য নয়। বাড়ি, ঘর, মন ও শরীর থেকে সমস্ত নেতিবাচকতা দূর করাই লক্ষ্য। তাই অনেকে শুদ্ধিকরণের সঙ্গে মেলানোর চেষ্টা করেন এই রীতিকে। এই প্রথায় অংশ গ্রহণ করে স্কুল, কলেজও। জাপানি স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের ক্লাসঘর ও করিডোর পরিষ্কার করে। এর ফলে দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ বাড়ে শিশুদের মধ্যে। সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয় এই পরিষ্কার করার উৎসব। বাড়ি থেকে সে সব জিনিস ফেলে দেওয়া হয়, যেগুলি অতিরিক্ত, যার প্রয়োজন নেই, এবং ঘরে ভিড় করে রয়েছে।
‘উশোউজি’ প্রথায় ঘর পরিষ্কার করুন। ছবি: সংগৃহীত।
আপনি কী ভাবে নিজের ঘরে ‘উশোউজি’ প্রথা পালন করতে পারেন?
১. প্রথমেই ঘরের জানালাগুলি খুলে রোদ-হাওয়া প্রবেশ করতে দিন। ঘর যেন টাটকা, মুক্ত বাতাসে ভরে ওঠে।
২. প্রতিটি আসবাব এবং ড্রয়ার খালি করতে হবে। জিনিসপত্র বার করে ধুলো পরিষ্কার করে আবার সাজিয়ে রাখতে হবে।
৩. অগোছালো জিনিসপত্র খুঁটিয়ে দেখতে হবে, সেটি যদি ব্যবহার না করেন, তা হলে ফেলে দিতে হবে।
৪. প্রতিটি ঘর উপর থেকে নীচে পরিষ্কার করা হয় প্রথাগত ভাবে। তা ছাড়া ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে পরিষ্কার করা হয়। যাতে মনে হয়, একটি বৃত্ত সম্পূর্ণ হল।
৫. ঘরের সদর দরজা বা বসার ঘর সবার শেষে পরিষ্কার করা দরকার। কাজ শুরু হবে বাড়ির পিছন এবং ভিতরের ঘরগুলি থেকে। ভিতর থেকে পরিষ্কার করতে করতে বাইরে পর্যন্ত আসতে হবে নিয়ম অনুযায়ী। ফলে পরিষ্কার করা জায়গায় নতুন করে ধুলো বা ময়লা ছড়িয়ে পড়বে না।