বাড়িতে পুজোপার্বণ হলে আলপোনা না দিলে ঘরের সাজসজ্জাই যেন পূর্ণ হয় না। লক্ষ্মীপুজো হোক বা কালীপুজো— বাড়ির চৌকাঠ থেকে শুরু করে মন্দির আলপোনার কারুকাজে যেন ঘরের ভোলই বদলে যায়। দীপাবলি উপলক্ষে অনেকে আবার রঙ্গোলি দিয়ে ঘর সাজান। তবে যাঁদের হাতে সময় কম, তাঁদের কিন্তু ভরসা স্টিকার আলপোনা কিংবা স্টিকার রঙ্গোলি। বাজারে এখন নানা দামের, নানা মাপের, নানা নকশার স্টিকার রঙ্গোলি পাওয়া যায়। দেখতে ভারী সুন্দর আর লাগানোর ঝক্কিও কম। তবে স্টিকার লাগাতে ঝক্কি না হলেও স্টিকারের আঠা তোলার কাজ কিন্তু বড় ঝক্কির। কী ভাবে চটজলদি আঠা তুলে বাড়ির মেঝে পরিষ্কার করবেন।
গরম জল এবং তরল সাবান: গরম জলের সঙ্গে খানিকটা তরল সাবান মিশিয়ে নিন। এ বার স্টিকার রঙ্গোলির উপর ওই তরল মাখিয়ে রাখুন বেশ কিছু ক্ষণ। স্ক্রাব প্যাড দিয়ে হালকা হাতে ঘষে নিলেই আঠার দাগ সহজে উঠে যাবে।
রাবিং অ্যালকোহল: রাবিং অ্যালকোহলে সুতির পাতলা কাপড় ভিজিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে রাখুন মিনিট দশেক। তার পরে হাত দিয়ে হালকা ঘষে নিলেই আঠার দাগ উঠে যাবে। টাইলসের মেঝের জন্য এই টোটকা বেশ কাজের।
রান্নার তেল: প্রথমে হাত দিয়ে স্টিকারটি তুলে ফেলুন। স্টিকার তোলার পর নির্দিষ্ট জায়গায় সামান্য পরিমাণ তেল মাখিয়ে রাখুন। সুতির পাতলা কাপড়ের টুকরো দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন সহজেই। টাইলস বা পাথরের মেঝে থেকে দাগ তোলার জন্য এই টোটকা অব্যর্থ।
ভিনিগার: সুতির পাতলা কাপড় ভিনিগারে ভিজিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে রাখুন কিছু ক্ষণ। মিনিট খানেক পর স্ক্রাবার প্যাডের সাহায্যে ঘষে নিলেই আঠার দাগ উঠে যাবে। তবে মেঝেতে দীর্ঘ ক্ষণ ভিনিগার ফেলে রাখবেন না। অ্যাসিডের দাগ ধরে যেতে পারে।