দিনভরের ক্লান্তি নিমেষে উধাও হতে পারে সুবাসে। ঘরময় সুগন্ধের ছোঁয়া রাখতে কেউ বেছে নেন তাজা ফুল, কারও পছন্দ থাকে সুগন্ধি। তবে ঘর সুবাসিত করার পাশাপাশি গৃহকোণে নিজস্ব রুচি, পছন্দের ছাপ রাখতে বেছে নিতেই পারেন পটপোরি। ভাবছেন, কী এই বস্তু?
পটপোরি হল শুকনো ফুল, ভেষজ, মশলার মিশ্রণ। কেউ কেউ এর সঙ্গে এসেনশিয়াল অয়েলও মিশিয়ে দেন। চাইলে শুকনো ফুল, মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এটি। আবার কিনতেও পারেন।
পটপোরি রাখার সুবিধা হল ফুলের মতো ৩-৪ দিন অন্তর তা বদলের ঝক্কি নেই, অথচ ঘরের আনাচকানাচ দিব্যি সাজিয়ে তোলা যায় এতে।
কী ভাবে ব্যবহার করবেন?
১. গৃহকোণে বা সোফার সামনের ছোট্ট টেবিলে কিংবা আয়নার সামনে এটি সাজিয়ে রাখতে পারেন। সুদৃশ্য পাত্রে কিছুটা পটপোরি ঢেলে রাখলেই সুগন্ধ টের পাওয়া যাবে। শৌখিন কফি কাপ, স্বচ্ছ কাচের গ্লাস, ফল রাখার কাচের পাত্রেও পটপোরি সাজিয়ে রাখা যায়।
২. পোশাক থেকেও সুগন্ধ পেতে চাইলে আলমারিতে ছোট্ট চটের বা সুতির কাপড়ের বটুয়ায় ভরে পটপোরি রেখে দিন। চট বা কাপড়ের ছিদ্র সুগন্ধি বার হতে সাহায্য করবে।
৩. ছোট্ট সুদৃশ্য কাপড়ের বটুয়ায় ভরে বাড়ির কোন একটি জায়গায়, স্নানঘরেও ঝুলিয়ে রাখতে পারেন। এতেও সেই স্থান সুবাসিত হবে।
৪. প্লাগে সেরামিকের ল্যাম্পশেড লাগিয়ে তার মাথায় কিছুটা পটপোরি দিয়ে রাখতে পারেন। ল্যাম্পশেড গরম হলেই পটপোরির গন্ধে ঘর ভরে যাবে।
বাড়িতে কী ভাবে বানাবেন?
রকমারি ফুল শুকিয়ে বাড়িতেও পটপোরি বানানো যায়। তবে এ জন্য এমন সব ফুল বেছে নিন, যেগুলি শুকিয়ে গেলেও তাদের রং নষ্ট হবে না। রাখতে পারেন গোলাপ, ল্যাভেন্ডার, জিনিয়া, গাঁদার মতো ফুল। এ ছাড়া দারচিনি, লবঙ্গের ব্যবহারও হয় এতে। রকমারি ফুল মিশিয়ে কিছুটা এসেনশিয়াল অয়েল যোগ করে বানিয়ে ফেলতে পারেন পটপোরি।