Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Home Decor

Home decor: স্বল্প খরচে বাড়ি সাজাতে চান? নতুন নতুন কী কী করতে পারেন

উৎসবের সময় বাড়তি খরচ হয়েই থাকে। অল্প অর্থ বিনিয়োগ করে কী ভাবে সাজাবেন বাড়ি?

কুশনগুলিকে পরাতে পারেন এমন রঙিন জামা

কুশনগুলিকে পরাতে পারেন এমন রঙিন জামা প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৩:০০
Share: Save:

উৎসবের মরসুমে অনেকেই বাড়ি সাজাতে পছন্দ করেন। তবে বাড়ি সাজানোর সময়ে প্রথমেই মাথায় রাখতে খরচের কথা। বাড়ি সাজাতে গিয়ে অনেক খরচ হবে ভেবে, অনেকেই সেই কাজ থেকে পিছিয়ে আসেন। কিন্তু কয়েকটি বিষয় মাথায় রাখলে খুব কম খরচেই বাড়ির ভোল বদলে ফেলা সম্ভব। সেগুলি কী কী?

১) উৎসবের আবহে বাড়িকে নতুন করে সাজিয়ে তুলতে বাহারি আলোর ব্যবহার করতে পারেন। খুব বেশি খরচ না করেই নিজের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আলো। তা দিয়ে ঘর বা বারান্দা সাজাতে পারেন সহজেই।

২) আপনার বিছানায় পাততে পারেন সুন্দর এমব্রয়ডারি চাদর। টেবিলে পাতুন রঙিন টেবিল-ক্লথ। সোফার কুশনগুলিকে পরাতে পারেন রাজস্থানি কাজের নতুন জামা। ঘরের মেঝেতে পাতুন উজ্জ্বল রঙের কার্পেট ।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

৩) উৎসবের সময়ে অনেকেই নতুন আসবাবপত্র কেনার পরিকল্পনা করেন। তবে একসঙ্গে একের বেশি আসবাব কিনবেন না। প্রথমে বসার ঘর সাজান। শেষ হলে, একে একে অন্য ঘরগুলি সাজাতে শুরু করুন।

৪) ঘরের দেওয়ালে ছোট ছোট আয়না জাতীয় বিভিন্ন সামগ্রী লাগাতে পারেন। যা আপনার বাড়িকে চটকদার এবং একই সঙ্গে সুন্দর চেহারা দেবে।

৫) গাছ দিয়েও সাজিয়ে ফেলতে পারেন বাড়ি। রঙিন টবে গাছগুলিকে রেখে বাড়ির বারান্দায় সুন্দর করে সাজিয়ে ফেলা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home Decor Festiva Minimum Price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE