প্রেম দিবস, তাতে কী! সাতসকালে প্রিয় মানুষটিকে ছেড়ে অফিসেই যেতে হবে। হয়তো তিনিও বেরোবেন নিজের কর্মক্ষেত্রে, বাড়ি ফিরবেন রাতবিরেতে বা সন্ধ্যা রাত করে। প্রেম দিবসে তো আর ছুটি দেয় না অফিস। ফলে প্রেম দিবসের উদ্যাপন করতে কমবয়সিদের মতো কর্মরতদের এ দিক-সে দিক ঘুরে বেড়ানোর সুযোগ নেই। কিন্তু তা বলে কি প্রেমে মরচে পড়বে? উদ্যাপন হবে না? কথায় আছে ইচ্ছে থাকলে তার উপায়ও হয়। প্রেমের জোয়ারে সারা দিন না ভেসেও দিনের শেষটুকু সুন্দর ভাবে কাটানো যায়। আর এ কথা কে না জানে, শেষ ভাল যার, সব ভাল তার!
কী ভাবে করবেন উদ্যাপন?
ডিনার ডেট ১: সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরলে বাইরে কোথাও দেখা করে একসঙ্গে কাছেপিঠে কোনও রেস্তরাঁয় চলে যেতে পারেন। ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে অনেক রেস্তরাঁই সুন্দর ভাবে সাজানো হয়। ক্যান্ডেললাইট ডিনারের ব্যবস্থা থাকে। তবে তা যদি না-ও থাকে, রেস্তরাঁয় বললে ওঁরা অনেক সময় মোমবাতি আর ফুলের ব্যবস্থা করে দেন।
ডিনার ডেট ২: রেস্তরাঁয় যাওয়ার সময়ও যদি না থাকে, তবে বাড়িতেই সাজিয়ে নিতে পারেন রোম্যান্টিক ডিনার টেবিল। কোনও এক জন নয় অন্য জনকে চমকে দিন ডিনার টেবিল সাজিয়ে। সঙ্গে থাকুক চকোলেট বা ফুলের তোড়ার মতো উপহার। প্রেমকে তাজা করে তুলতে সেটুকুও কিন্তু অনেক।

ফুল ছাড়া কি প্রেম জমে! রোম্যান্টিক ডিনার টেবিল সাজাতে চাইলে অবশ্যই ফুল রাখুন টেবিলে। ছবি: সংগৃহীত।
কী ভাবে সাজাবেন?
জায়গা বদল: রোজ যে টেবিলে বসে খাওয়াদাওয়া করেন, তার জায়গাটি বদলে ফেলুন। অথবা ঘরের লাগোয়া বারান্দায় বা খোলা ছাদে করুন বসার ব্যবস্থা। টেবিল সাজান সেখানেই।
টেবিল ক্লথ: টেবিলে অবশ্যই একরঙা কোনও টেবিল ক্লথ পাতুন। তার উপরে সাজান খাবারের প্লেট-গ্লাস-কাঁটা চামচ।
আলো-ওড়না: বাড়িতে খুঁজলে নানা রকম রঙের ওড়না খুঁজলে একটা-আধটা পাওয়াই যায়। থাকলে বারান্দা বা ছাদের যেখানে টেবিল সাজাচ্ছেন সেখানে ওড়না বেঁধে তাতে মিনিয়েচার আলো লাগিয়েও সাজাতে পারেন। তবে এত কিছু করার সময় না থাকলে মোমবাতিতে ভরসা রাখুন।
মোমবাতি: এখন নানা ধরনের সুন্দর দেখতে মোমবাতি পাওয়া যায়। অনেক রকম মোমবাতির স্ট্যান্ডও থাকে বাড়িতে। সেই সব স্ট্যান্ডে মোমবাতি সাজিয়ে দিতে পারেন টেবিলে। আবার সারা দিনের কোনও একটা সময়ে নানা রকম বাতি কিনে রেখে সেই বাতিও সাজিয়ে জ্বেলে দিতে পারেন।

অনেক রকম মোমবাতির স্ট্যান্ডও থাকে বাড়িতে। সেই সব স্ট্যান্ডে মোমবাতি সাজিয়ে দিতে পারেন টেবিলে। ছবি: সংগৃহীত।
রংমিলান্তি: যে কোনও দু’টি রং রাখুন। সেটা গোলাপি বা লাল হতে হবে, এমন কোনও মানে নেই। দু’জনের পছন্দের দু’টি রংও হতে পারে। টেবিলের সাজ থেকে শুরু করে ফুলের রং, ডিনার সেট সবই সাজান ওই দু’টি রঙের সঙ্গে মিলিয়ে।
ফুল: ফুল ছাড়া কি প্রেম জমে! রোম্যান্টিক ডিনার টেবিল সাজাতে চাইলে অবশ্যই ফুল রাখুন টেবিলে। সেই ফুল গোলাপ হতে হবে তার কোনও মানে নেই। পছন্দের যে কোনও ফুলই সাজানো যেতে পারে। সাদা ফুল যে কোনও সাজের সঙ্গে যায়। সেই ফুলও বেছে নিতে পারেন। তবে এ-ও ঠিক প্রেমের আবেগ বোঝাতে এক তোড়া রক্তগোলাপের জবাব নেই।
ডিনার সেট: ডিনার সেট বাছুন টেবিল ক্লথ, ফুলের রঙের কথা মাথায় রেখে। বা উল্টোটাও হতে পারে, যে রঙের ডিনারসেট তার সঙ্গেই নয় মিলিয়ে নিলেন টেবিল ক্লথের রং এবং ফুলের রং।
মেনু কার্ড: যে খাবারই খাবেন বলে ঠিক করে থাকুন, তার দু’টি সুন্দর মেনু কার্ড বানাতে পারেন। হাতে লিখে দিন খাবারের নাম। সঙ্গে জুড়ে দিন প্রিয় মানুষটির জন্য বিশেষ বার্তা। তাতে আপনার টেবিলের রঙের ভাবনার সঙ্গে মিলিয়ে কোনও রিবন বেঁধে দিলে আরও ভাল দেখতে লাগবে।
সাজুন: রোজ যে বাড়ির পোশাক পরে খেতে বসেন, সেটি প্রেম দিবসে না-ই বা পরলেন। একটি অন্য পোশাক পরুন। সেটি পার্টিওয়্যার হতে হবে না। তবু ওই চেষ্টাটুকুই চোখে পড়বে, ভাল লাগবে প্রিয় মানুষটির।