ঘরবাড়ি থাক জীবাণুমুক্ত। ছবি: সংগৃহীত।
বর্ষাকাল মানেই ঘরবাড়ির বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। না হলেই ছত্রাকের আনাগোনা শুরু হবে। সেই সঙ্গে স্যাঁতসেঁতে দেওয়াল, ঘরের মেঝেয় জলা ভাব তো আছেই। এই সমস্যাগুলি থেকে দূরে থাকতে বাড়িঘর পরিষ্কার রাখা জরুরি। না হলে সংক্রমণজনিত রোগ জাঁকিয়ে বসবে শরীরে। ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করতে হবে। কী ভাবে তা করবেন?
১) ছত্রাক বিষাক্ত। দেওয়ালের ভিতরে, চিমনির মধ্যেও এরা জন্মাতে পারে। তাই এর থেকে নিষ্কৃতি পেতে গেলে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। বোরাক্স ও ভিনিগার মিশিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটি ঘষতে হবে। বাথরুমে এগজস্ট ফ্যান লাগান, যাতে ঠিকমতো বায়ু চলাচল করতে পারে।
২) ঘরে ঠিকমতো বায়ু চলাচল করলে স্যাঁতসেতে ভাব, পোকামাকড়, ছত্রাক জন্মায় না। বর্ষাকালে এই সমস্যা এড়াতে বাড়ির বায়ু চলাচল যাতে ঠিক মতো হয়, সেই দিকে খেয়াল রাখুন। জানলা খুলে রাখুন।
৩) বর্ষায় আর্দ্র পরিবেশ পোকামাকড়ের বংশবৃদ্ধির জন্য সহযোগী। তাই বাড়িতে এদের উৎপাত যাতে না ঘটে সেই চেষ্টা করতে হবে। খোলা জায়গায় জল জমতে দেবেন না, মশার বংশবৃদ্ধিতে তা সহায়ক। পারলে জানলায় জাল লাগান এবং মশা নিরোধক রাসায়নিক ব্যবহার করুন। এই সময়ে কাঠের আসবাবে ঘুণ ধরার প্রবণতা থাকে। ঘুণপোকা থেকে বাঁচতে আসবাবে বোরিক অ্যাসিড, টার্মিসাইড ইত্যাদি রাসায়নিক প্রয়োগ করতে পারেন। বাথরুমের নর্দমা বুজে যাওয়ার সমস্যা ঘটতে পারে বাথরুমে কেঁচো থাকলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy