প্রেম দিবস আসন্ন। বিবাহিত যাঁরা তাঁরা মুখ ভার করে বলতেই পারেন, তাতে কি! বিয়ের পরে আর প্রেম দিবসের কতই বা গুরুত্ব থাকে। সংসারের জাঁতাকলে ঢুকে পড়ার পরে প্রেম উদ্যাপনের সময় কোথায় পাওয়া যায়! কিন্তু সময়ের অভাবই কি ভালবাসা উদ্যাপন না করার কারণ? চাইলে অল্প সময়ে পরিপার্শ্বের সামান্য কিছু বদল এনেও ভালবাসাকে আবার উজ্জীবিত করে তোলা যায়। মনোবিদেরা বলেন, প্রেমকে ভাল রাখার জন্য প্রেমের আধারটিও ভাল হতে হয়। প্রেমকে কিছুটা যত্নও করতে হয়। সেই যত্ন শুধু পারষ্পরিক সুখ-দুঃখের খবর নেওয়া নয়। বিশেষ মানুষটির জন্য বিশেষ ভাবে কিছু করা বা নিজেদের ঘরটিকে সুন্দর করে সাজিয়েও প্রেমকে তাজা করে তোলা যায়। ভ্যালেন্টাইন্স ডে সে কাজের উপযুক্ত উপলক্ষ্য। প্রিয় মানুষটির জন্য প্রেম দিবসে সুন্দর করে ঘর সাজাতে চাইলে কী ভাবে সাজাবেন? রইল পাঁচ টোটকা।
১। মোমবাতি
অন্দরসাজে আলো সবচেয়ে জরুরি বলে মনে করেন অন্দরসজ্জা শিল্পীরা। আর মোমবাতির আলোর চেয়ে সুন্দর আবহ আর কিসে তৈরি হতে পারে। তাই প্রেম দিবসের সাজে নানা রঙের এবং নানা আকৃতির মোমবাতি জালিয়ে সাজাতে পারেন ঘর।
২। কুশন
শোওয়ার ঘর বা বসার ঘর যে জায়গাটিই সাজাবেন বলে ঠিক করে থাকুন, সেখানে নানা রঙের কুশন ব্যবহার করতে পারেন। হালকা মিষ্টি রঙের বা লাল-গোলাপি রঙের কুশন দিয়ে সাজাতে পারেন বিছানা বা সোফার একটি কোন। সঙ্গে উষ্ণ রঙের কোনও গরম চাদর আলগা ভাবে সাজিয়ে দিতে পারেন বিছানা বা সোফার এক পাশে। বিছানার চাদরেও থাক উষ্ণ রঙের ছোঁয়া।
৩। ফুল
প্রেমের সঙ্গে ফুলের সম্পর্ক চিরকালীন। তাই প্রেম দিবসের সাজ ফুল ছাড়া সম্পূর্ণ হয় কী করে ! ঘরের একটি কোনে সুন্দর কোনও ফুলদানিতে সাজিয়ে দিন ফুল। টাটকা লাল গোলাপই দেখতে ভাল লাগবে। তবে বিশেষ মানুষটির পছন্দের ফুলও রাখতে পারেন। ফুলের পাপড়িও ব্যবহার করতে পারেন অন্দরসজ্জায়। চওড়া মুখের কাচের পাত্রে ফুলের পাপড়ি ছড়িয়ে তাতে সাজিয়ে দিতে পারেন ফ্লোটিং ক্যান্ডেল।
৪। ছবি
দেওয়ালে সাজিয়ে দিন নিজেদের পুরনো প্রেমের মুহূর্তের ছবি। তিন চারটি তেমন ছবি একই ধরনের ফ্রেমে বাঁধিয়ে দেওয়াল সাজাতে পারেন। বাজারে অনেকরকম রোম্যান্টিক দেওয়াল সজ্জা কিনতে পাওয়া যায়। তা দিয়েও সাজাতে পারেন দেওয়াল।
৫। চিরকুট
বিশেষ মানুষটির মন ভাল করে দেওয়ার মতো কোনও কথা ছোট ছোট কাগজে লিখেও সাজাতে পারেন ঘর। পুরনো স্মৃতি উসকে দেয় এমন কথা লিখেও সুতোয় গেঁথে ঝুলিয়ে দিতে পারেন দেওয়ালে। বা লিখতে পারেন চিঠি। প্রেম দিবসে যা পেয়ে মুহূর্তে খুশি হয়ে যাবেন তিনি।