Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India Pakistan

Kolkata Derby Preparation: এক দিকে ভারত-পাক, অন্য দিকে ডার্বি, বন্ধুদের সঙ্গে খেলা দেখার আগে মাথায় রাখবেন কী কী

অনেকেই পরিকল্পনা করেছেন, খেলা দেখবেন বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে। নিমন্ত্রণও সারা। তার আগে বাড়ি সাজাবেন কী ভাবে?

একসঙ্গে খেলা দেখার আগে ঘর সাজাবেন কী ভাবে?

একসঙ্গে খেলা দেখার আগে ঘর সাজাবেন কী ভাবে? প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১১:৩৫
Share: Save:

এক দিকে দুবাইয়ে সম্মুখসমরে ভারত-পাকিস্তান, অন্য দিকে যুবভারতীতে ইমামি ইস্টবেঙ্গলের মহড়া নিতে নামছে এটিকে মোহনবাগান। ক্রীড়ামোদীদের জন্য এ যেন কার্যত স্বপ্নের দিন। অনেকেই পরিকল্পনা করেছেন, খেলা দেখবেন বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে। নিমন্ত্রণও সারা। তার আগে বাড়ি সাজাবেন কী ভাবে?

১। আসবাব সাফাই:

আসবাবপত্রের পিছনে দীর্ঘ দিন ধরে জমে থাকা ধুলো সাফ করুন সবার আগে। দেওয়ালের কোণ থেকে মাকড়সার জাল পরিষ্কার করুন। কীটপতঙ্গ দূর করার স্প্রে থাকলে ছড়িয়ে দিন। সরিয়ে ফেলুন ঘরে জমে থাকা খবরের কাগজ ও প্লাস্টিকের ব্যাগ।

২। হাঁটাচলা করার মতো জায়গা তৈরি করা:

নিমন্ত্রিতের সংখ্যা অনুযায়ী বাড়িতে, বিশেষত বসবার ঘরে একটু চলাফেরার জায়গা করুন। আসবাবপত্র দেয়ালের দিকে ঠেলে দিলেই দেখবেন মাঝের জায়গা অনেকটা ফাঁকা হয়ে যাবে।

৩। বাসনপত্র:

খেলা দেখতে দেখতে হালকা কিছু খাবার খেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু সেই বাসন পরিষ্কার করা বড় ঝক্কি। তাই নিমন্ত্রিতের সংখ্যা বেশি হলে প্লাস্টিকের বাসন ব্যবহার করাই সবচেয়ে সুবিধাজনক। ব্যবহার করতে পারেন কাগজের প্লেটও। তবে নিমন্ত্রিতের সংখ্যা কম হলে ভাল কাচের বাসন বার করতে পারেন।

৪। দেওয়াল সাজানো:

নানা ভাবে বাড়ি সাজাতে পারেন। দেওয়ালে ফাঁকা জায়গা থাকলে প্রিয় খেলোয়াড়ের পোস্টার, কিংবা দলের স্কার্ফ লাগাতে পারেন। বাড়ির সৌন্দর্যও বাড়বে, কথোপকথন এবং বাক্যালাপের সুযোগও তৈরি হবে।

৫। আলো লাগান:

দু’টি খেলাই সন্ধ্যার পর। তাই বসার জায়গায় উজ্জ্বল পরিবেশ থাকাই বাঞ্ছনীয়। সাধারণ আলো ছাড়াও রংবেরঙের আলো লাগান ঘরে। প্রিয় দলের জার্সির রঙের কাগজ দিয়ে ঢেকে দিতে পারেন আলোগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan Derby East Bengal mohun bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE