বাগানে আলো-হাওয়ার অভাব নেই। গাছের মাটিও তৈরি করেছেন নিয়ম মেনেই। সারও প্রয়োগ করছেন। পোকার হানা নেই। ফলে গাছ বেশ তরতরিয়ে বেড়ে উঠছে। ফুলও হচ্ছে, কিন্তু কম। ভুলটা কোথায়, বুঝতে পারছেন না?
গাছ বাড়ছে কিন্তু নিয়ম করে সেটি কাটছাঁট করছেন কি? শখে বা পেশাগত ভাবে যাঁরা গাছের পরিচর্যা করেন তাঁরাই বলেন, সঠিক সময়ে শুকনো ফুল কেটে ফেলা, সঠিক উপায়ে ডালপালা ছাঁটা গাছের জন্য জরুরি। এতে শুধু গাছটিকে ঠিকঠাক আকার দেওয়া যায় না, অতিরিক্ত কুঁড়ি আসা বন্ধ করে আকারে বড় ফুলও আনা যায়।
কেন নির্দিষ্ট সময় অন্তর গাছের ডালপালা, শুকনো ফুল ছাঁটা দরকার?
আকার: নির্দিষ্ট সময় অন্তর বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছের ডালপালা ছাঁটলে সেটিকে ঠিকঠাক আকার দেওয়া যায়। বাগানের মাটিতে কোনও গাছ বেশ বড় হতে পারে। কিন্তু গন্ধরাজ হোক বা বেলফুল, টবে বসালে সেটি যদি নিজের মতো ডালপালা মেলতে শুরু করে, তা হলে টবে সেটিকে রাখা সমস্যা হবে। অথচ ঠিকঠাক ভাবে ডালপালা ছাঁটলে সেটি আকারে ছোট, ঝোপের মতো হবে।
আরও পড়ুন:
স্বাস্থ্যকর বৃদ্ধি: গাছের ডালে, পাতায় পোকা ধরতে পারে, কোনও অংশ রোগগ্রস্ত হতে পারে। সেই ডালপালা ছেঁটে দিলে গাছের বৃদ্ধি ভাল হবে। রোগও ছড়াবে না।
ফুলের সংখ্যা বাড়বে: ফুলগাছে পুরনো ডালপালা কেটে দিলে তবেই নতুন শাখাপ্রশাখা গজাবে। নতুন শাখা নতুন কুঁড়ি নিয়ে আসে। এতে ফুলের আকার বড় হয়।
দুর্বল কুঁড়ি বাদ পড়বে: একটি শাখা বা প্রশাখায় অনেক কুঁড়ি এলে দেখা যায়, ফুলগুলি ছোট হচ্ছে। অথচ দুর্বল কুঁড়ি বাদ দিলে গাছ আরও ভাল ভাবে বাড়তে পারবে। ফুল ভাল হবে।
কী ভাবে ছাঁটবেন?
ফুলের গাছ, সময় অনুযায়ী তার পদ্ধতি নির্ভর করবে। যেমন, বেলফুল গরমে হয়। শীতকালে গাছটি শুকিয়ে যায়। গরমের শুরুতেই যদি এর ৩০ শতাংশ ছেঁটে নির্দিষ্ট আকার দেওয়া যায় গাছ ঠিক ভাবে বাড়বে এবং ফুলও ভাল আসবে। ঠিক তেমনই গন্ধরাজ, গোলাপ, জবা প্রতিটি গাছের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে কাটছাঁটের। সাধারণত শুকনো, পুরনো, রোগগ্রস্ত প্রশাখা বা খুব লম্বা বা সরু হয়ে যাচ্ছে, এমন ডাল কেটে দেওয়া হয়।