ড্রেসিং টেবিল হোক বা স্নানঘরের আয়না, জলের ছিটে, ধুলো, দাগে নষ্ট হয় সৌন্দর্য। আয়না নতুন হোক বা পুরনো— নিয়মিত যত্ন করলে তবেই তা ভাল থাকবে। কিন্তু কাচ পরিষ্কার করবেন কী ভাবে? যে কোনও রাসায়নিক, ভিনিগার দিলেই কি আয়না ঝকঝকে হবে, না কি এতে হিতে বিপরীত হতে পারে?
১. কাচ পরিষ্কার করতে যে কোনও রাসায়নিক, স্প্রে বা ভিনিগার ব্যবহার করছেন? এতে কিন্তু কাচ নষ্ট হয়ে যেতে হতে পারে। উধাও হতে পারে কাচের চকচকে ভাব।
২. সবথেকে ভাল উপায় হল নরম কাপড় উষ্ণ জলে ভিজিয়ে কাচ মোছা। কাপড় যেন খসখসে না হয় সে ব্যাপারে সতর্ক হওয়া দরকার। জল দিয়ে মুছে পরক্ষণেই শুকনো কাপড় দিয়ে জল মুছে ফেলতে হবে।
৩. দাগছোপ পড়ে গেলেও ভিনিগার বা কড়া রাসায়নিক যুক্ত স্প্রে করেন কেউ কেউ। তবে ভিনিগার, অ্যামোনিয়া রয়েছে এমন জিনিস দেওয়া যাবে না। বদলে কাচ পরিষ্কারের জন্য নির্দিষ্ট তরল বা স্প্রে বেছে নিতে পারেন।
আরও পড়ুন:
৪. কোনও রাসায়নিক বা কাচ পরিষ্কার করার তরল সরাসরি আয়নায় স্প্রে করা ঠিক নয়। তার বদলে নরম কাপড়ে তা ঢেলে, তারপর কাচ মুছে নিন।
৫. কাচ পরিষ্কারের সময় মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। তবে তা অতি অবশ্যই পরিষ্কার হতে হবে। না হলে কাচ আরও নোংরা হয়ে যাবে।
কতদিন অন্তর কাচ পরিষ্কার করবেন?
সপ্তাহে একদিন কাচ বা আয়না পরিষ্কার তা চকচকে থাকবে। তবে বিষয়টি নির্ভর করবে আয়না বা কাচ কতটা নোংরা হয় তার উপর। জানলার কাচ পরিষ্কারের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। কারণ, জানলায় ধুলো বেশি হয়। তবে নিয়মিত নয়, কাচ ভাল রাখতে হলে অন্তত তিন দিন অন্তর তা পরিষ্কার করা দরকার।