Advertisement
০৭ সেপ্টেম্বর ২০২৪
Camera Cleaning Tips

নতুন ক্যামেরা কিনেছেন? বাড়িতেই সাধের যন্ত্রটি পরিষ্কার করবেন কী ভাবে

ধুলো, বালি, জল, আর্দ্রতা কোনও ভাবেই যেন আপনার দামি ক্যামেরার ক্ষতি করতে না পারে, সে বিষ‌য় সতর্ক থাকুন। সামনেই পুজো আসছে। তার আগে সাধের ক্যামেরাটির যত্ন কী ভাবে নেবেন, রইল হদিস।

ক্যামেরা পরিষ্কারের সময় ভুলগুলি এড়িয়ে চলবেন?

ক্যামেরা পরিষ্কারের সময় ভুলগুলি এড়িয়ে চলবেন? ছবি: শাটারস্টক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৩:৫৫
Share: Save:

ছবি তুলতে ভালবাসেন এমন কেউ সবসময়ই নিজের ক্যামেরাটি সম্পর্কে বেশ যত্নবান হন। আপনিও কি সেই দলেই পড়েন? ছবি তুলতে কিন্তু সাধের যন্ত্রটির প্রতি বাড়তি যত্ন নিতেই হবে। ধুলো, বালি, জল, আর্দ্রতা কোনও ভাবেই যেন আপনার দামি ক্যামেরার ক্ষতি করতে না পারে, সে বিষ‌য় সতর্ক থাকুন। সামনেই পুজো আসছে। তার আগে সাধের ক্যামেরাটির যত্ন কী ভাবে নেবেন, রইল হদিস।

১) ক্যামেরা কেনার সময় যদি ‘ক্যামেরা ক্লিনিং কিট’ না কিনে থাকেন, তাহলে এখনই কিনে ফেলুন সেই কিট। কিটের দাম খানিকটা বেশি হলেও আপনার সাধের ক্যামেরার যত্ন নিতে, কিটটি অবশ্যক।

২) ক্যামেরার সঙ্গে বিনামূল্যে পাওয়া ব্যাগটি মোটেই পছন্দ নয়? ক্যামেরা হাতে নিয়েই বেড়িয়ে পরছেন রাস্তায়? এমনটা করলে ঝুঁকি বাড়বে। বাজারে পাওয়া যাচ্ছে হরেক রকম, হরেক মাপের ক্যামেরা ব্যাগ। তাই ক্যামেরাটি অবশ্যই ব্যাগে ভরে নিয়ে নিন। এতে সুরক্ষিত থাকবে আপনার ক্যামেরা।

৩) নরম মোলায়েম ব্রাশ দিয়ে ক্যামেরার লেন্স বডি ও লেন্স গ্লাস পরিষ্কার করাই শ্রেয়। জুম লেন্স পরিষ্কার করার সময় সর্বোচ্চ জুমিং পজিশনে লেন্সটি নিয়ে যেতে হবে।

৪) ক্যামেরার ভিতরে জমে থাকা ধূলো, ময়লা পরিষ্কার করার জন্য ‘হ্যান্ড এয়ার ব্লোয়ার’ ব্যবহার করুন। এ ক্ষেত্রে ‘ক্যান্ড এয়ার ব্লোয়ার’ কখনই ব্যবহার করবেন না, অতিরিক্ত প্রেসার ক্যামেরার ক্ষতি করতে পারে।

৫) লেন্স গ্লাস পরিষ্কার করার জন্য ‘মাইক্রোফাইবার’ কাপড় ব্যবহার করুন। লেন্স গ্লাসের মাঝখান থেকে বাইরের দিকে কাপড়টি বৃত্তাকার গতিতে ঘুরিয়ে লেন্সটি পরিষ্কার করুন। লেন্স পরিবর্তন করার সময় ক্যামেরার বডির মুখটি সব সময় নীচের দিকে রাখবেন। অব্যবহিত লেন্সটি যাতে সর্বদা ‘এন্ড ক্যাপ’ দিয়ে কভার থাকে সে দিকে বিশেষ নজর রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Camera
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE