Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Parenting Tips

বড় বয়সেও শিশু ঘুমের মধ্যে বিছানা ভেজাচ্ছে? কোন ৫ কারণে এমনটা হচ্ছে, কী ভাবে বদলাবেন অভ্যাস?

অনেক শিশু অভ্যাসের জন্য নয়, শারীরিক সমস্যার কারণে বড় বয়সে বিছানা ভিজিয়ে ফেলে। কোন কোন শারীরিক সমস্যার কারণে শিশুরা বড় বয়সেও বিছানায় প্রস্রাব করে?

How to deal with the problem of bedwetting in older children.

কোন ৫ কারণে শিশুরা বড় বয়সেও বিছানা ভিজিয়ে ফেলে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৬:০৬
Share: Save:

অনেক শিশুই ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলে। সদ্যোজাত থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে হামেশাই এ রকম হয়। কিন্তু বছর পাঁচেকের পরেও যদি এই অভ্যাসে বদল না ঘটে, সে ক্ষেত্রে মনোবিদের পরামর্শ নেওয়া জরুরি। মনের মধ্যে কোনও ভয় থাকলে, কিংবা কোনও বিষয় নিয়ে আতঙ্কিত হলে এই সমস্যা হতে পারে শিশুদের। তবে অনেক শিশু অভ্যাসের জন্য নয়, শারীরিক সমস্যার কারণে বড় বয়সে বিছানা ভিজিয়ে ফেলে। কোন কোন শারীরিক সমস্যার কারণে শিশুরা বড় বয়সেও বিছানায় প্রস্রাব করে?

১) মূত্রাশয়ের গঠন ও আকারে সমস্যা থাকলে প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয় শিশুদের।

২) মূত্রাশয়ের স্নায়ুগুলি ঠিক মতো কাজ না করলেও রাতে বিছানায় প্রস্রাব করে দিতে পারে শিশুরা।

৩) রাতে ঘুমের সময়ে মূত্র উৎপাদন কমাতে সাহায্য করে ‘অ্যান্টি ডিউরেটিক হরমোন’(এডিএইচ)। শরীরে এই হরমোনের মাত্রা কম থাকলে বড় বয়সে শিশুরা বিছানা ভিজিয়ে দিতে পারে।

৪) মূত্রনালিতে কোনও রকম সংক্রমণ বা ইউটিআই হলেও কিন্তু প্রস্রাব ধরে রাখতে সমস্যা হতে পারে।

How to deal with the problem of bedwetting in older children.

কোন কোন শারীরিক সমস্যার কারণে শিশুরা বড় বয়সেও বিছানায় প্রস্রাব করে? ছবি: সংগৃহীত।

৫) এ ছাড়া টাইপ ২ ডায়াবিটিস থাকলে, স্নায়ুর সমস্যা থাকলে এবং জিনগত কারণেও রাতে বিছানা ভিজিয়ে ফেলে শিশুরা।

বড় বয়সে শিশুরা ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেললে তাদের মনে অপরাধবোধ কাজ করে। এই কারণে মাঝেমধ্যেই হীনম্মন্যতার শিকার হয় তারা। শাসন করে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব নয়। ধৈর্য নিয়ে বিষয়টি সামলাতে হবে অবিভাবকদের। রাতে ঘুমোতে যাওয়ার আগে সন্তানকে বেশি জল খাওয়াবেন না। ঘুমের আগে প্রস্রাব করানোর অভ্যাস করান খুদেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parenting Tips child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE