Advertisement
২৬ এপ্রিল ২০২৪
COVID 19

মাস্ক পরে মেকআপ গোলমাল? সাজার সময় যেগুলি মাথায় রাখবেন

এই করোনাকালে মাস্কই আপনার সব সময়ের সঙ্গী। অথচ মেকআপ ছাড়া চলে না আপনার।

মাস্ক পরে সাজবেন কী ভাবে?

মাস্ক পরে সাজবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৮:৪৪
Share: Save:

সাজতে কার না ভাল লাগে। কিন্তু পরিশ্রম করে সেজে যদি মাস্ক সব মাটি করে দেয়, তা হলে তো মন খারাপ হবেই। এই করোনাকালে মাস্কই আপনার সব সময়ের সঙ্গী। অথচ মেকআপ ছাড়া চলে না আপনার। কয়েকটা ছোট্ট জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে আপনার মুশকিল আসান।

১। মাস্কের নীচে হালকা মেকআপ করাই ভাল। খুব বেশি ভারী মেকআপ করলে সেটা তাড়াতা়ড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাস্ক পরলে আপনার বেস মেকআপ ভাল করে বসিয়ে নিতে হবে। কোনও সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। কিন্তু স্প্রে করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেস মেকআপ করার সময় স্পঞ্জ ব্যবহার করলে সেটায় কোনও সেটিং মিস্ট স্প্রে করে নিন।

২। যেহেতু চোখটাই দেখা যাবে তাই চোখের মেকআপে মন দিন। শুধু একটু কনসিলার ব্যবহার করে চোখের তলার কালি ঢেকে দিতে পারেন। তারপরেই চলে যান চোখের সাজে। রং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।

৩। মাস্ক পরলে লিপস্টিক মুছে যাওয়ার সমস্যা সবচেয়ে গুরুতর। প্রথমেই ঠৌঁটে কোনও লিপবাম লাগিয়ে নিন। ঠোঁট শুকিয়ে গেলে বেশি তাড়াতাড়ি লিপস্টিক উঠে যাবে। তারপর লিপ লাইনার দিয়ে ঠৌঁট আকুন। অনেকেই হয়ত জানেন না, লিপলাইনার ব্যবহার করলে কিন্তু লিপস্টিক কম ওঠে। কী ধরনের লিপ্সটিক ব্যবহার করছেন, সেটাও জরুরি। ক্রিম বা গ্লস হলে কাপড়ে ঘষা খেয়ে উঠে যাবেই। তার বদলে ম্যাট ব্যবহার করতে পারেন। অথবা গ্লসের উপর সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিন। তাতে অনেকটা ম্যাটিফাই হয়ে যাবে আপনার লিপস্টিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Make up tips Mask coronavirus COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE