এই গরম। তার ওপর প্রচণ্ড রোদের তেজ। কিন্তু বাড়িতে বসে থাকলে তো আর চলবে না। কর্মসূত্রে তো বাড়ির বাইরে বেড়তেই হয়। আর এই রোদে বেড়নো মানেই ত্বকে ট্যান পড়তে বাধ্য। আর যে দাবদাহ কিছুদিন চলছে তাতে ইতিমধ্যেই হয়ত আপনার ত্বকের উপর এক পোচ কালো প্রলেপ পড়ে গিয়েছে। কিন্তু এমনটা বেশিদিন চলতে থাকলে আপনার ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট হতে বাধ্য। তাই গ্যালারিতে রইল সাত দিনে ফর্সা হওয়ার কিছু টিপস।
আরও পড়ুন:
মাখার আগে একটু থামুন, এই বিউটি প্রোডাক্টগুলি কিন্তু বিষ
মেয়েদের চোখে আকর্ষণীয় পুরুষ হতে চাইলে কী করবেন?