মেঘলা আকাশ আর হঠাৎ বৃষ্টি এখন সবসময়ের সঙ্গী। মাঝেসাঝে রোদের দেখা মিলছে। আবহাওয়া যেমনই হোক, শখ ও কাজকে সঙ্গে নিয়ে চলতে হবে। তাই নিজেকে ভাল রাখতে প্রয়োজন হালকা সাজগোজ। এমন খামখেয়ালি আবহাওয়ায় জর্জেট, ক্রেপ, শিফনের পোশাকে সাজতে পারেন। তবে প্রিন্ট ও কাটে যেন থাকে বৈচিত্র।
প্রিন্টেড পোশাক বহুদিন ধরেই ফ্যাশনে ইন। তবে দিনবদলে প্রিন্টেও বদল এসেছে। শার্ট-ড্রেস, প্যান্টস-শার্ট, স্কার্ট-টপ যাই হোক না কেন, ভাল প্রিন্ট হলে পোশাকের জৌলুস বেড়ে যায়। চলতি বছরে জুয়েল কালার ট্রেন্ডিং, যেমন এমিথিস্ট পার্পল, ব্রাইট এমারেল্ড গ্রিনের পাশাপাশি হালকা রংও এখন ফ্যাশনে ইন। লাইট কালার প্যালেটে মিন্ট গ্রিন, কোরাল রেড, পাউডার ব্লু, গ্রে।
নিজেকে ঝলমলে ও প্রাণবন্ত করে তুলতে পোলকা ডট বহুদিন ধরেই ফ্যাশনে জনপ্রিয়। বোহেমিয়ান স্টাইলেও এই প্রিন্ট দেখতে বেশ ভাল লাগে। ছবিতে যেমন মনামী পরেছেন মিন্ট গ্রিন রঙের কোল্ড শোল্ডারের শর্ট ড্রেস। পাফ স্লিফ হাতায় রয়েছে অ্যাসিমেট্রিক কাট। স্লিভের আধুনিক কাটে পোশাকে তৈরি হয়েছে নতুন লুক। অভিনেত্রী মনামী ঘোষ বলছেন, “আমি যা পরি, তা দেখে আরও দশজন যেন অনুপ্রেরণা পায়, এমন পোশাকই বেছে নিই সব সময়। এমনিতে হালকা শর্ট লেংথের ড্রেস পরতে বেশি ভালবাসি।”