Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Planting

বাতিল জুতোতেই ফুলের টব, জনপ্রিয়তা বাড়ছে এই অন্দরসজ্জার

জুতোয় এমন গাছ লাগাবেন, যেগুলো খুব বেশি বড় হয় না। একাধিক প্রজাতির গাছ একসঙ্গে লাগালে, এমন প্রজাতি বাছবেন, যাদের বৃদ্ধির হারও একই রকম।

সহজেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে এই জুতো-টব।

সহজেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে এই জুতো-টব। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ১৮:৪৬
Share: Save:

গত এক বছর ধরে পরা হয়নি। ঢুকিয়ে রেখেছিলেন বাক্সে। বের করে দেখলেন, সাদা ছত্রাকে ভর্তি আপনার সাধের জুতো জোড়া। আর পরা যাবে না। এমন বিশ্রী দেখতে হয়েছে, বাড়িতে রাখতেই ইচ্ছে করছে না। কিন্তু এই জুতোই হয়ে উঠতে পারে আপনার অন্দরসজ্জার বিরাট হাতিয়ার। এই পুরনো জুতোতেই আপনি লাগিয়ে ফেলতে পারেন ছোট ছোট গাছ।

তবে জুতোয় গাছ লাগানোর আগে কয়েকটা কথা মনে রাখা দরকার। প্রথমত, জুতোয় এমন গাছ লাগাবেন, যেগুলো খুব বেশি বড় হয় না। একাধিক প্রজাতির গাছ একসঙ্গে লাগালে, এমন প্রজাতি বাছবেন, যাদের বৃদ্ধির হারও একই রকম।

জুতোয় গাছ লাগানোর পদ্ধতি:

  • প্রথমে জুতোকে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন। তার পরে একদম শুকিয়ে নিন। শুকিয়ে গেলে জলে দ্রবীভূত হয় না এমন আঠা বেশ কয়েকটি স্তরে জুতোর উপর প্রয়োগ করতে পারেন। অনেকে আঠা লাগানো পছন্দ করেন না, জুতোকে আগের অবস্থাতেই রাখতে পছন্দ করেন। কিন্তু তাতে জুতোটির আয়ু কমে।
  • জুতোয় পছন্দসই রং লাগিয়ে নিন। একটু মোটা করে লাগানোই ভাল।
  • স্ক্রু ড্রাইভার গিয়ে খুঁচিয়ে জুতোর তলায় বেশ কয়েকটা ছিদ্র করে দিন। অতিরিক্ত জল এই পথে বেরিয়ে যেতে পারবে।
  • মাটি বা কোকো পিট দিয়ে এ বার জুতোর ভিতরটা ভর্তি করে দিন।
  • ওই মাটিতে ছোট গাছ লাগান বা বীজ পুঁতে দিন।
  • গাছগুলির রোদের চাহিদা অনুযায়ী ঠিক করে নেবেন, জুতোটি কোথায় রাখবেন।

মনে রাখবেন, চড়া রোদে বা বৃষ্টির জলে বেশি ভিজলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে চামড়ার জুতো। সে ক্ষেত্রে এই ছাওয়ার তলয়া রাখলেই ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home Decor Planting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE