মরসুম বদলের সময় ডেঙ্গির দাপট বাড়ে। এমন সময়ে ভাল থাকার একটাই উপায়— মশার হাত থেকে নিজেকে বাঁচানো। শহরাঞ্চলের বাসিন্দাদের মশারির সঙ্গে আড়ি বহু দিন। ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটিও। এ বছর অক্টোবরের শেষেও বৃষ্টি হয়েছে, তাই নভেম্বরের শুরুতে হালকা শীত পড়লেও এখনই ডেঙ্গির হাত থেকে রেহাই নেই। রাতে মশারি সহায় হলেও সারা দিন মশার কামড়ের হাত থেকে বাঁচতে রাসায়নিক মশার ধূপ, ওষুধ, কয়েল, স্প্রে-র উপরই ভরসা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই টাকা খরচ হওয়া ছাড়া আর কোনও লাভ হয় না। তার উপর মশার ধূপ বা লিক্যুইড দীর্ঘ ক্ষণ জ্বালানো ঠিক নয় বদ্ধ ঘরে। বিশেষ করে যদি সেই ঘরে কোনও শিশু থাকে। তা হলে কী ভাবে বাঁচা যায় মশার যন্ত্রণা থেকে?
মশা তাড়াতে কাজে লাগাতে পারেন পেঁয়াজ। শুনতে অবাক লাগলেও পেঁয়াজ দিয়েই খুব সহজেই মশা তাড়ানোর বাতি বানিয়ে ফেলতে পারেন।
উপকরণ:
১টি বড় পেঁয়াজ
২-৩টি কর্পূরের টুকরো
৮-১০টি গোটা গোলমরিচ
সর্ষের তেল
১টি সলতে
মশা তাড়াতে কাজে লাগাতে পারেন পেঁয়াজ। ছবি: সংগৃহীত।
কী ভাবে বানাবেন?
প্রথমে পেঁয়াজের মাথার অংশটি অল্প করে কেটে নিন। এ বার ছুরি দিয়ে পেঁয়াজের ভিতরটি ফাঁপা করে নিন। খুব সাবধানে কাজটি করতে হবে। এ বার কর্পূর আর গোলমরিচ থেঁতো করে নিন। মিশ্রণটি পেঁয়াজের ভিতরে ভরে দিন। এ বার পেঁয়াজের ফাঁপা অংশে সর্ষের তেল ভরে দিন। এ বার একটি গোল সলতে নিয়ে তাতে খানিকটা সর্ষের তেল মাখিয়ে পেঁয়াজের ভিতর ভরে দিন। সন্ধ্যা হলেই জালিয়ে দিন এই পেঁয়াজের বাতি। মশা তাড়াতে দারুণ কাজ করবে এই বাতি।