সম্প্রতি জানতে পেরেছেন যাঁর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তিনি অন্য কারও প্রেমে পড়েছেন। আপনাকে সে কথা বলেননি। কিন্তু তাঁদের দু’জনের সম্পর্ক দিন দিন গাঢ় হচ্ছে। এ সব জানতে পেরে ভালবাসার মানুষটির প্রতি অবিশ্বাস জন্মেছে। শুধু তাঁর প্রতিই নয়, নিজের বিবেচনা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে। মনে হচ্ছে মানুষ চিনতে পারেন না আপনি। হয়তো বা আগে আর একটি প্রেম ভাঙার কথাও মনে পড়ে যাচ্ছে। বছর দশেক আগে কোন প্রেমিকের কাছে কী ভাবে ঠকেছিলেন, সে কথা ভেবেও খারাপ লাগছে।
এমন অনুভূতি যে কারও হতে পারে। এতে ঠিক-ভুল হয় না। ছেলে-মেয়ে নির্বিশেষেই সে কষ্ট থেকে যেতে পারে বছরের পর বছর। আপনি নরম হয়ে পড়ছেন বলে এতে লজ্জার কোনও কারণ নেই। আপনার মতো মানুষ চারপাশে অনেকেই আছেন। তাঁদের জীবনের কথা জানেন না বলে মনে হচ্ছে এমনটি আর কারও সঙ্গে হয় না।