চানাচুর হোক বা চিপ্স কিংবা পাউরুটি—এক প্যাকেট খাবার একবারে শেষ করা যায় না। বাকি থাকা খাবার যাতে নষ্ট না হয়, সে জন্য প্যাকেটটি মুড়ে রাখার প্রয়োজন পড়ে। সাধারণত রাবার ব্যান্ড দিয়ে ভাল করে তা মুড়ে রাখা হয়। কিন্তু সব সময় হাতের কাছে তা থাকে না। এ ক্ষেত্রে সহজ কয়েকটি কৌশল অনেক বেশি কার্যকর হতে পারে।
১. রাবার ব্যান্ড দিয়ে মুখ বাঁধলেও অনেক সময় ভিতরে হাওয়া ঢুকে খাবার নেতিয়ে বা মিইয়ে যেতে পারে। এ ক্ষেত্রে ভাল উপায় হল একটি চামচ গরম করে প্যাকেটের উপর যে জায়গাটি আটকাতে হবে সেই জায়গায় চেপে ধরা। গরম চামচের প্রভাবে প্লাস্টিকের প্যাকেট গলে, কেটে রাখা অংশটি জুড়ে যাবে।
২. চিপ্স বা চানাচুরের প্যাকেট যদি অর্ধেক খালি হয়ে যায়, কাঁচির সাহায্যে প্যাকেটের মাঝ বরাবর ‘ভি’ আকৃতি তৈরি করুন। তার পর দুই প্রান্ত শক্ত করে বেঁধে নিন।
৩. পাউরুটির প্যাকেট একেবারে খালি হয় না। এ ক্ষেত্রে প্যাকেটের উপরের অংশটি খুব ভাল করে আঙুলের সাহায্যে প্যাঁচ দিয়ে নিন। তার পর উপরের মুখটা হাতের সাহায্যে চাড়িয়ে দিয়ে ভিতরের দিকে মুড়ে নিন।
৪. এ ছাড়া প্যাকেটের মুখ আটকানোর জন্য ক্লিপও ব্যবহার করতে পারেন। জেম্স ক্লিপ, আলপিন অনেক কিছুই কাজে লাগানো যেতে পারে।